সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
spot_img

রাঙ্গামাটির শ্রমিক লীগ নেতাকে ধাওয়া করে রাউজানে পিটিয়ে হত্যা

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি

রাঙ্গামাটির এক শ্রমিক লীগ নেতাকে রাউজানে ধাওয়া করে এনে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (২৮ আগস্ট) বুধবার দুপুর আড়াইটার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমত পাড়ার সড়ক উপর এই ঘটনাটি ঘটে। নিহত এই শ্রমিক লীগ নেতার নাম মো. আব্দুল মান্নান (৩৫)। তিনি পার্বত্য রাঙামাটি জেলার কাউখালি উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের নতুন বস্তি এলাকার কবির আহমেদ ওরফে কবির মিস্ত্রীর ছেলে।

কাউখালি থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর বলেন, দুর্বৃত্তের হামলায় নিহত আবদুল মান্নান বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের রাঙ্গামাটি জেলার বেতবুনিয়া মডেল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। তার মরদেহ রাউজান হতে নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এখনও কোন মামলা হয় নি। পরবর্তীতে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেতবুনিয়া থেকে ধাওয়া করে রাঙ্গামাটি সীমানা অতিক্রম করে তাকে রাউজানে প্রবেশ করে ধরে ফেলে। পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা৷ পরে স্থানীয় লোকজন নিহতের পরিচয় নিশ্চিত হয়ে পরিবারকে খবর দিলে নিহতের স্ত্রীসহ স্বজনেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে সেখান হতে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মান্নান বালু ও কংক্রিটের ব্যবসা করতেন। তার এলাকায় রাজনৈতিক দ্বন্দ্বের চেয়ে ব্যবসায়ীক দ্বন্দ্ব ছিল বেশি। পারিবারিক সূত্র জানায়, তিনি প্রথম স্ত্রীর দুই মেয়ে এক ছেলে সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করেন। সেখানে একপুত্র রয়েছে তার।

রাউজানে ঘটনা ঘটলেও এই বিষয়ে কোন তথ্য পায় নি রাউজান থানার পুলিশ। এই বিষয়ে জানতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন সাথে যোগাযোগ করলে তিনি জানান ছুটিতে আছেন। রাউজান থানার ওসি (তদন্ত)সিদ্দিকুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে জানান, তিনি গত মঙ্গলবার হতে অসুস্থতা জনিত কারণে বেড রেস্ট আছেন। সর্বশেষ সেকেন্ড অফিসার এসআই নাফিজুল ইসলাম বলেন, আমি অফিসিয়াল কাজে শহরে ছিলাম এই ধরনের কোনো তথ্য পায় নি।

এই বিভাগের সব খবর

এস আলমের হাজার বিঘা জমি জব্দের আদেশ

আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা এক হাজার ১৪ বিঘা জমি জব্দের নির্দেশ...

পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ

রাজধানীর পূর্বাচলে দশ কাঠার প্লট জালিয়াতির ঘটনায় দুদকের দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা...

কক্সবাজারের ইনানীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী

জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার ইনানী নৌ কন্টিনজেন্ট এলাকায় দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ...

সর্বশেষ

এস আলমের হাজার বিঘা জমি জব্দের আদেশ

আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম...

পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ

রাজধানীর পূর্বাচলে দশ কাঠার প্লট জালিয়াতির ঘটনায় দুদকের দায়ের...

কক্সবাজারের ইনানীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী

জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজার জেলাধীন উখিয়া...

সেপ্টেম্বরে আন্তঃধর্মীয় সংলাপ আয়োজন করবে বাংলাদেশ ক্যাথলিক চার্চ

চলতি বছরের সেপ্টেম্বরে দেশে একটি আন্তঃধর্মীয় সংলাপ আয়োজন করবে...

চট্টগ্রামে হত্যা, ধর্ষণ ও দস্যুতা মামলার ৪ পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামে র‌্যাব-৭ এর অভিযানে হত্যা, ধর্ষণ এবং দস্যুতা মামলার...

ইয়াবা মামলায় কাভার্ডভ্যান চালকের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ছয় বছর আগের ইয়াবা উদ্ধারের...