ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: রমজাম আলী,প্রকাশ কাতারি রমজান নামের এক সেন্টারিং মিস্ত্রি মৃত্যু হয়েছে। ২৭ আগষ্ট উপজেলার ফটিকছড়ির পৌরসভার ৪ নং ওয়ার্ডের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী সুন্দরপুর ইউনিয়নের ছাদেক নগর এলাকার পাচকড়ি তালুকদার বাড়ির বাসীন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান,রমজান আলী একটি বিল্ডিং এর ছাদে সেন্টারিং এর কাজ করছিল। ছাদের পাশ দিয়ে ১১হাজার ভোল্টেজ তার রয়েছে। ওই তারের সাথে বিদুৎস্পৃষ্ট হয় রমজান। স্থানীয়রা উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।