রাউজানের পাহাড়তলীতে টানাবৃষ্টি ও বন্যায় কর্মহীন হয়ে পড়া ১শত ১০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ৫শত সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করেছেন পাহাড়তলী ইউনিয়ন বিএনপি। ২৪ আগস্ট (শনিবার) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত পাহাড়তলী ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মো. মোজাহের আলমের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচী পরিচালিত হয়।
একই দিন বিকাল ৩টায় উপজেলার পাহাড়তলী চৌমুহনীস্থ হাজী মকবুল টাওয়ার চত্বরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে সামাজিক কর্মকাণ্ডের অংশস্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মোজাহের আলমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহেদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য নুরুল আলম, জানে আলম সিকদার, আব্দুল মন্নান, আবু জাফর, জাগের হোসেন, মো. ইসহাক ছাত্রদল নেতা কামরুল হাছান মুরাদ, মো. জাবেদ, জিয়াউল হক জিয়াসহ আরো অনেকেই। সভাশেষে ১শত ১০টি কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। একইদিন বন্যায় ক্ষতিগ্রস্ত ইউনিয়নের খৈয়াখালী সড়কের দুই অংশের প্রায় ৫ শত মিটার সড়কে বালির বস্তা দিয়ে রক্ষা বাঁধ নির্মাণ করা হয়।