বোয়ালখালীতে প্রবল বর্ষণ ও কর্ণফুলী নদীর পানিতে প্লাবিত হয়েছে নিম্মাঞ্চল। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক। যদিও আগের থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে। যোগাযোগের ক্ষেত্রে দুর্ভোগে পড়েছে পৌরসভাসহ কয়েক ইউনিয়নের মানুষ।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার চরখিজিরপুর ইউনিয়ন ও পৌরসভার কয়েকটি এলাকা কয়েকদিনের টানা বর্ষণে ও কর্ণফুলী নদীর পানি প্রবল স্রোতে লোকালয়ে চলে আসে। পৌরসভা ২নং ওয়ার্ডের ফকিরপাড়া সড়কের বিশাল অংশ ক্ষত-বিক্ষত হয়ে গেছে। সড়ক থেকে কংক্রিট সরে যাওয়ায় যান চলাচল প্রায় বন্ধ। স্হানীয়রা জানান,বর্ষা আসলেই সড়কটি ভেঙে যায় বার বার সংষ্কার করেও সদগতি হয়নি আমরা স্হায়ী সমাধান চাই স্হানীয় কাউন্সিলর সিরাজুল হক বলেন,ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শন করেছি মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।