ফটিকছড়ি-হাটহাজারি সীমান্তবর্তী নাজিরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জিয়াউর রহমান (সাকিব) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিন গত রাতে ফরহাদাবদ ইউনিয়নের নাজিরহাট ইউচুপ চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। সে ফটিকছড়ি এলাকার মোহাম্মদ জসিম উদ্দিনের পুত্র এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী ফরহাদাবাদ শাখার সদস্য। ঘটনাস্থল নিহত সাকিব নানার বাড়ি। সে সেখানে থাকত বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বন্যার পানি দেখে পানির মোটর পাম্প খুলতে গিয়ে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।