চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যার পানিতে ডুবে সামি (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) উপজেলার দাঁতমারা ইউপির শান্তিরহাটের সাদি নগরে এই ঘটনা ঘটে। নিখোঁজ সামি ৭ নং ওয়ার্ড সাদিনগরের ভাড়াটিয়া হামিদের পুত্র বলে জানা যায়। জানা যায়,সামি সহ তিন শিশু বন্যার পানিতে নিম্নবর্তী সড়ক দিয়ে পার হওয়ার সময় তলিয়ে গেলে বাকি দুই শিশুকে স্থানীয়রা উদ্ধার করলেও সামি নামে শিশুটি এখনো নিখোঁজ, অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি।
বাজার পরিচালানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইমরান বলেন, আমরা স্থানীয় লোকদিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি শিশুটিকে পাওয়া যায়নি,আগামীকাল আবার উদ্ধার তৎপরতা চালানো হবে। এদিকে ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবা ডুবে গিয়ে নিঁখোজের ঘটনা ঘটেছে ভূজপুরের কবিরা পাড়া এলাকায়। ছেলেটি বিদ্যুতের খুঁটি আগলে ধরে প্রাণে বাঁচে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। উল্লেখ্য ফটিকছড়িতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।