খাগড়াছড়ির রামগড় বাজার সংলগ্ন প্রধান সড়কে অবস্থিত দীর্ঘ ১৮ বছর পর উপজেলা বিএনপির কার্যালয়টি দখলমুক্ত হয়।
১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে কার্যালয়টি উদ্বোধন করা হয়। পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমেদ ভুঁইয়া। এসময় অন্যেদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফায়েত উল্লাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফায়েত মোর্শেদ ভুঁইয়া, উপজেলা যুবদলের আহবায়ক শাহআলম বাদশা, পৌর যুবদলের আহবায়ক জামাল শামিম সহ দলটির অংগ ও সহযোগী সংগঠনের বিপুল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।