চট্টগ্রামের রাউজান উপজেলায় একদিনে রোপন করা হবে ১ লাখ ৮০ হাজার উন্নত জাতের ফজল, বনজ ও ঔষধি গাছের চারা। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে ও রাউজান প্রশাসনের ব্যবস্থাপনায় এই চারা উপজেলার একটি পৌর সভা ও ১৪ টি ইউনিয়নে একযোগে রোপন করা হবে।
১৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৯টায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছত্তারঘাট এলাকায় এবিএম ফজলে করিম চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই কর্মসূচীর উদ্বোধন করবেন। পৌরসভা প্রতিটি সড়কে সৌন্দর্য বর্ধনে রোপন করা হবে ৩২ হাজার জারুল, পলাশ, শিমুলসহ নানা জাতের ফলজ ও ঔষধি গাছের চারা। ইতোমধ্যে পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে গাছের চারাগুলো বিতরণ করা হয়ে। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, পেশাজীবি ও শ্রমজীবি সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করবেন।
এই উপলক্ষে ১৭ জুলাই (বুধবার) বিকাল ৩ টায় রাউজান উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্যের মাধ্যমে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা। সম্মেলনে বক্তব্য রাখেন রাউজান পৌর সভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা কৃষি অফিসার মাসুম কবির। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, বন কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুশীল কুমার সঞ্জীব প্রমুখ। পরে সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
উল্লেখ্য, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে ১৯৯৬ সাল হতে অদ্যাবধি রাউজান উপজেলা জুড়ে ২৫ লাখ গাছের চারা রোপন করা হয়েছে। এরমধ্যে গত ২০১৭ সালের ২৫ জুলাই একঘন্টায় ৪ লাখ ৮৭হাজার গাছের চারা রোপন করা হয়। এবিএম ফজলে করিম চৌধুরী এমপি রাউজান জুড়ে বৃক্ষ রোপনের স্বীকৃতি স্বরূপ ২০১৮ ও ২০২২ সালে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ২০১৩ সালে জাতীয় পরিবেশ পদক লাভ করেন।