ফটিকছড়িতে মহিষের আঘাতে মীর আহমদ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১৭ জুন রাতে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তপুর গ্রামের,৬ নম্বর ওয়ার্ডের আজিম মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি উক্ত এলাকার বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলমগীর বলেন,পরবর্তী মহিষটাকে জবাই করে দেওয়া হয়েছে।