সোমবার, ২৪ জুন ২০২৪
spot_img

কাল পবিত্র ঈদুল আজহা

নিজস্ব প্রতিবেদক

ত্যাগের মহিমায় চিরভাস্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামীকাল সোমবার। ‘আজহা’ অর্থ কোরবানি বা উৎসর্গ করা। এদিন চট্টগ্রামসহ সারা দেশের সামার্থ্যবান মুসলমানরা পরম করুণাময়ের প্রতি আনুগত্য প্রকাশ ও সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি দেবেন। অবশ্য চন্দ্র মাসের ১০, ১১ ও ১২ জিলহজ্বের যেকোনো একদিন কোরবানি করা যায়। তবে সারা বিশ্বে ১০ জিলহজ্ব পশু কোরবানির মধ্য দিয়ে উদযাপন করা হয় ঈদুল আজহা। পশু কোরবানির আগে ঈদের নামাজে ধনী–গরিব সবাই এক কাতারে শামিল হয়ে মহান সৃষ্টিকর্তার সান্নিধ্য কামনা করবেন।

ইসলামে কোরবানি করা পশুর তিন ভাগের এক ভাগ নিজের জন্য রেখে আরেক ভাগ গরিব–মিসকিন ও এক ভাগ আত্মীয়স্বজনের মধ্যে বিলিয়ে দেওয়ার বিধান আছে। এ নির্দেশনা মেনে কোরবানিদাতারা দরিদ্র ও কোরবানি করতে অক্ষম লোকদের মাঝে জবাইকৃত পশুর মাংস বিলি করে সৃষ্টি করবেন সমতা ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত। কোরবানির সঙ্গে জড়িয়ে আছে ত্যাগের মহিমা। কারণ মহান আল্লাহ্‌ পাকের সন্তুষ্টি লাভের জন্য হজরত ইবরাহিম (আ.) নিজ পুত্র হজরত ইসমাইলকে (আ.) কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্‌ রাব্বুল আ’লামিনের অপার কুদরতে হযরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। হজরত ইবরাহিম (আ.)-এর ত্যাগের মহিমার কথা স্মরণ করে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় আল্লাহ পাকের অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকেন। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য পশু কোরবানি করা ওয়াজিব। আল কোরআনের সুরা কাউসারে বলা হয়েছে, অতএব, তোমার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড় এবং কোরবানি করো।

এদিকে ৯ জিলহজ ফজরের নামাজের পর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবিরে তালবিয়াহ পাঠ করা ওয়াজিব। তালবিয়াহ হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা–ইলাহা ইল্লাল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।

ঈদ জামাত : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সোয়া ৮টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ৯টি মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। মসজিদগুলো হলো লালদিঘি সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুরবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরগণের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত স্ব স্ব মসজিদ বা ঈদগাহে অনুষ্ঠিত হবে।

এদিকে কুতুবুল আকতাব হজরত শাহসুফি আমানত খান (রহ.) দরগাহ শরিফ মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওলাদে পাক শাহজাদা সৈয়দ মোহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ।

এই বিভাগের সব খবর

সন্দ্বীপ পৌরসভায় জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্ভোগের চিত্র পরিদর্শন করলেন মেয়র মোক্তাদের মাওলা সেলিম

সন্দ্বীপ পৌরসভার কিছু কিছু এলাকায় বর্ষার শুরুতেই চরম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে এলাকার জনগণকে যাতায়াতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। হাট বাজারে যাওয়া পথচারী, স্কুল...

দেশেই খালেদা জিয়ার সু চিকিৎসা চলছে: আইনমন্ত্রী

দেশেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা চলছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন বলেই সুস্থ আছেন। তবে তার কিছু রোগ...

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমিক থেকে স্নাতক (পাস) এবং সমমানের অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর...

সর্বশেষ

সন্দ্বীপ পৌরসভায় জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্ভোগের চিত্র পরিদর্শন করলেন মেয়র মোক্তাদের মাওলা সেলিম

সন্দ্বীপ পৌরসভার কিছু কিছু এলাকায় বর্ষার শুরুতেই চরম জলাবদ্ধতা...

দেশেই খালেদা জিয়ার সু চিকিৎসা চলছে: আইনমন্ত্রী

দেশেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা চলছে জানিয়ে...

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমিক থেকে স্নাতক (পাস) এবং সমমানের...

স্বাগতিকদের বিদায় করে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

নিজেদের মাঠে টি-টেয়েন্টি বিশ্বকােেপর ফাইনালে খেলা হলোনা ওয়েস্ট ইন্ডিজের।...

চিরন্তন চট্টগ্রামকে তুলে ধরবে ঐতিহ্যের কর্নার

চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ঐতিহ্য কর্নার স্থাপন ও চিরন্তন...

চট্টগ্রাম–কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চলবে আরো এক মাস

চট্টগ্রাম–কক্সবাজার রুটে ঈদ উপলক্ষে চলাচলরত বিশেষ ট্রেনটির সময়সূচি বাড়ানো...