অভিনয় থেকে দূরেই আছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। তবে বিশেষ দিবসের অনুষ্ঠানে তাকে দেখা যায়। ক্যারিয়ারে বেশ কিছু নাটকে কাজ করেছেন তিনি। তবে এখন আর আগের মতো পর্দায় দেখা যায় না তাকে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। দুই সন্তান নিয়েই তার সব ব্যস্ততা। গেল ঈদে একটি নাচের অনুষ্ঠানে পারফর্ম করেছেন রিচি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। সহকর্মীদের সঙ্গে প্রায়ই আড্ডা দেন তিনি। সেসব মুহূর্তের ছবিগুলো পোস্ট করে ভক্তদের সঙ্গে শেয়ার করেন রিচি। অচিরেই তাকে অভিনয়ে দেখা যাবে বলে জানালেন অভিনেত্রী।
কথায় কথায় রিচি বললেন, সংসার নিয়ে ব্যস্ত থাকায় অনেক দিন অভিনয় থেকে দূরে ছিলাম। সব গুছিয়ে এনেছি। ভালো গল্পেরও প্রস্তাব পেয়েছি। আশা করি, ভালোভাবেই দর্শকের সামনে আসব। তিনি এও জানালেন, এখন থেকে তাকে নিয়মিত অভিনয়ে দেখতে পারবেন দর্শকরা।
প্রসঙ্গত, ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী রাশেকুর রহমানকে বিয়ে করে সেখানেই স্থায়ী হয়েছিলেন।
কথায় কথায় রিচি বললেন, সংসার নিয়ে ব্যস্ত থাকায় অনেক দিন অভিনয় থেকে দূরে ছিলাম। সব গুছিয়ে এনেছি। ভালো গল্পেরও প্রস্তাব পেয়েছি। আশা করি, ভালোভাবেই দর্শকের সামনে আসব। তিনি এও জানালেন, এখন থেকে তাকে নিয়মিত অভিনয়ে দেখতে পারবেন দর্শকরা।
প্রসঙ্গত, ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী রাশেকুর রহমানকে বিয়ে করে সেখানেই স্থায়ী হয়েছিলেন।