বিশ্ব মা দিবস ২০২৪ উপলক্ষে মা’য়ের প্রতি অফুরান শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ মে সকাল ১১ ঘটিকায় বেগম ফজিলাতুন্নেসা মুজিব কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন বেদন, সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম,মুছাপুর ইউপি চেয়ারম্যন আবুল খায়ের নাদিম ।অনুষ্ঠান সঞ্চালক ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি মোহাম্মদ আবদুল খালেক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সুদর্শন দে, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা, এলজিইডির প্রকৌশলী সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংবাদ কর্মী এবং মাতৃত্ব ভাতাভোগী মা ও কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের মা ও অভিভাবক বৃন্দ। সভায় বক্তারা বলেন, শুধু সন্তান ধারণ, জন্মদান ও প্রতিপালনই নয়, মা হচ্ছেন সন্তানের প্রধান শিক্ষক। সন্তানের শারীরিক ও মানসিক বিকাশ সহ জীবনের সফলতা আসে মা’য়ের হাত ধরে। মা’য়ের ঋণ কখনো শোধ হবার নয়। আমাদের সকলের উচিৎ, পরম মমতায় মা’কে আগলে রাখা।মাকে কখনো ভাইয়ের ভাগে ভাগ করা যাবেনা।আপনার মাকে আপনি নিজের মা ব্যতীত ভাইয়ের মা ভাবতে গেলে ওনাকে ভাগাভাগির প্রশ্ন আসবে। আব্রাহাম লিংকন বলেছিলেন যার মা আছে তার সব কিছু আছে। সে কখনো দরিদ্র নয়।ধর্মেও মাকে বেহেস্তের সাথে তুলনা করেছে।! অতএব মায়ের সেবা সকলের আগে। মা মনে কষ্ট পান এমন কোন আচরণ কখনো করা যাবেনা।তবেই আপনি প্রকৃত সন্তান হয়ে উঠবেন।