ফটিকছড়িতে BSTI এর লাইসেন্স ব্যতীত পণ্যের মোড়কে BSTI এর লোগো ব্যবহার করে সাবান প্রস্তুত ও বাজারজাতকরণের অপরাধে এক ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
১০ মে উপজেলার ভূজপুর ইউনিয়নস্থ কাজিরহাট বাগানরোড এলাকায় হাজী এজাহার মিয়া এন্ড সোপ ফ্যাক্টরীতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় BSTI এর অনুমোদন ব্যতীত সাবান উৎপাদন ও সাবানের মোড়কে BSTI এর লোগো ব্যবহার করার অপরাধে অভিযুক্ত আসামী আমান উল্লাহকে গ্রেফতার করা হয়। অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকার প্রমাণ পাওয়ায় উক্ত কারখানা ও গোডাউনে সংরক্ষিত আনুমানিক ২৭,৬০০ কেজি (যার আনুমানিক বাজারমূল্য ৩৩ লক্ষ টাকা), বিভিন্ন প্রকার কেমিকেল ও তেলের প্রায় ৩৫০ ড্রাম, প্রায় ৩৩ বস্তা সাবানের বিভিন্ন প্রকার মোড়ক ও সাবান উৎপাদনের সাথে সংশ্লিষ্ট মেশিনপত্র এবং অন্যান্য উপকরণ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামাল BSTI এর ফিল্ড অফিসার ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়। অভিযুক্ত আমান উল্লাহ ভুজপুর কাজিরহাটের হাজী এজাহার মিয়ার পুত্র। ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত ব্যক্তি স্বীয় অপরাধ স্বীকার ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করায় তাকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুসারে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড অন্যাদায়ে আরো ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়।
পরবর্তীতে কারা পরোয়ানামূলে ধৃত আসামীকে চট্টগ্রাম কারাগারে প্রেরণ করা হয়। এছাড়া জব্দকৃত মালামাল আইন ও বিধিমোতাবেক নিষ্পত্তি করার জন্য সহকারী পরিচালক, BSTI চট্টগ্রামকে নির্দেশ প্রদান করা হয়। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জব্দকৃত মালামালের নিরাপত্তা প্রদানের জন্য অফিসার ইন চার্জ, ভূজপুর থানাকে নির্দেশ প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন বিএসটিআই চট্টগ্রামের ফিল্ড অফিসার মোঃ মাহফুজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন। অভিযানে জেলা NSI, ভূজপুর থানার একটি চৌকস পুলিশের টিম সার্বিক সহায়তা প্রদান করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন,অভিযুক্ত ব্যক্তি স্বীয় অপরাধ স্বীকার ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করায় তাকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুসারে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড অন্যাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়।