চট্টগ্রাম দক্ষিণ জেলার বোয়ালখালী উপজেলা জামায়াতের উদ্যোগে গণসংযোগ উপলক্ষে প্রকাশনা সামগ্রী ও বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জনাব আনোয়ারুল আলম চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা জামায়াতের আমীর ডাঃ খোরশেদুল আলম ও স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগকালে জেলা আমীর উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, অব্যাহত থাকা তীব্র তাপদাহের ফলে নৈমিত্তিক মানুষের জানমালের ক্ষতি হচ্ছে। এটি আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বলা যায়। এখান থেকে পরিত্রাণের জন্য সবর ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আল্লাহ্ আমাদের সবাইকে হেফাজত করুন।