চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকদন্ডী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে একটি কেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ বহনকারী একটি বাস ভাঙচুর করা হয়।
রোববার বেলা আড়াইটার দিকে ছমদিয়া ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে বুলেট ও ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় র্যাব ও পুলিশ।
জানা গেছে, বেলা আড়াইটার দিকে চেয়ারম্যান পদপ্রার্থী রজনীগন্ধা প্রতীকের নেজাম উদ্দিন তনির অনুসারীরা কেন্দ্রটি দখলের চেষ্টা চালায়। এ সময় দুটি পাতা প্রতীকের প্রার্থী নুরুল আফসার সরকারের সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।
একপর্যায়ে আফসার সরকারের সমর্থকদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালান তনির ছোট ভাই। তবে এতে কেউ আহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। খবর পেয়ে সেখানে হাজির হয়ে বুলেট ও ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ভোটকেন্দ্রটির প্রিসাইডিং অফিসার এমদাদুল হক বলেন, গোলোযোগ হলেও ভোটগ্রহণ বন্ধ হয়নি। সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত চার হাজার ৫৭০ ভোটারের মধ্যে এক হাজার ৬০০ ভোট কাস্ট হয়েছে। দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণের হার ৩৫ শতাংশ।