চট্টগ্রাম নগরের ডাবলমুরিং থানাধীন এলাকা আগ্রাবাদ ইসলামী হাসপাতালের সামনে নালায় কাজ করার সময় (সিলিন্ডার ব্লাস্ট) জনিত দুর্ঘটনায় দগ্ধ হয়েছে হয়েছে ৪ জন।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরের দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ফাহাদ (২০), জহির (২৮), মাসুম (৩০), নয়ন (৩১)।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, আহত অবস্থায় ৪ জনজে চমেক হাসপাতালের ৩৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তিনি।