বোয়ালখালীতে পাক্কিপুল প্রিমিয়ার লিগের ব্যবস্থাপনায় রাত্রীকালীন থ্রী ফোর বার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান বোয়ালখালী প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় গত ৬ ই ফেব্রুয়ারি( মঙ্গলবার) রাতে পাক্কিপুল মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, উদ্বোধক ছিলেন,আলহাজ্ব মুনিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলর কাজি জসিম উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস, সরওয়ার আলম,, মনজুর হোসেন,মাহবুবুল আলম রাসেল,গিয়াস উদ্দিন, নুরুল আবছার,ফরিদুল আলম প্রমূখ। বক্তারা বলেন, আগামীতে মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। টুর্নামেন্টের ম্যাচ পরিচালনা করেন চট্টগ্রাম রেফারিজ এসোসিয়েশনের সদস্য জিয়াউর রহমান।