গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। রেজি নং – ১৬৯

ভয়েস অফ আমেরিকার ব্যতিক্রমী উদ্যোগ,নির্বাচন ও প্রাসঙ্গিক বিষয়ে নেয়া সাক্ষাৎকারে যে যা বললেন(৩য় পর্ব)

আপনি যদি একটা নিরপেক্ষ জরিপ করেন দেশের মানুষ প্রচন্ড রকমের ভারত বিদ্বেষী (অবস্থান) নিয়েছে এবং নিচ্ছে সেটার একটা নজির হয়তো ২০২১ সালে মোদী বিরোধী আন্দোলনে ভারতও দেখতে পেয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান করতে। সেই ২৬ শে মার্চের আগে এবং পরে ব্যাপক বিক্ষোভ। সেই বিক্ষোভ দমনে সরকার সহিংস হয়েছে। সেটা বাংলাদেশে বোধহয় ৫০ বছরে কোন বিদেশি মেহমান আসাকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটে নাই। আগামী সংসদের মেয়াদ নূরের মতে কয়েক মাস।মন্জুর মতো তিনিও অবশ্য পশ্চিমা বিশ্বের সহায়তায় তা সংঘঠিত হবে বলে জানিয়েছেন। প্রায় একই ধরনের তথা আমেরিকা ও ইইউর ভূমিকা ছিলো শতভাগ সঠিক আর ভারতের ভূমিকা ছিলো বাংলাদেশের মানুষের বিরুদ্ধে,এমনটাই বলেছেন গণফোরাম নেতা সুব্রত চৌধুরী।ভয়েস অফ আমেরিকার কাছে সুব্রত চৌধুরী আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাকে হিটলার মুসোলিনিকে ছাড়িয়ে যাওয়ার কথাও বলেছেন কয়েকবার।অথচ ভোয়ার প্রশ্ন ছিলো,আগামী সংসদের মেয়াদ কতোদিন হতে পারে বলে মনে করেন? সুব্রত চৌধুরীর উত্তর ছিলো এমন,বরাবরের মতো এটা শেখ হাসিনার আরেকটা রাজ চালাকি।এই রাজ চালাকি করে উনি তো ঘৃণিত হচ্ছেন।উনি তো এখন হিটলার মুসোলিনের জায়গায় চলে গেছে। ফিলিপাইনের মার্কোস বা ইরাকের সাদ্দাম বা লিবিয়ার গাদ্দাফি এই ধরনের নির্বাচন করে করেই তো ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল।কিন্তু এক সময় গিয়ে তো সবকিছুই তো ধরা পড়েছে। এখন শেখ হাসিনার অন্তিম মুহূর্ত। তুমি বাংলাদেশের নষ্ট রাজনীতির পথ চালু করে যাচ্ছেন। উনি ঘৃণিত হিসেবেই থাকবেন এবং এই ধরনের জবরদস্তি মূলক ভাবে পুলিশ প্রশাসন বিজিবি সেনাবাহিনীকে কাজে লাগিয়ে তাদেরকে অবৈধভাবে সুযোগ সুবিধা দিয়ে উনি ক্ষমতায় টিকে থাকার যে চেষ্টা করেন আমার মনে হয় তার সময় শেষ হয়ে আসছে। এমনিতেই তার নৈতিক পরাজয় হয়ে গেছে।এখন তো দেখাই যাচ্ছে উনি যেসব বক্তৃতা করছে, যেখানে বিএনপি সহ ৬৩ টা রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করে না উনি সারাক্ষণই বিএনপির বিরুদ্ধে অপজিশনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন যারা তার নির্বাচনের প্রতিপক্ষও না।এমন একটা পরিবেশ তিনি সৃষ্টি করেছেন যেটা রাজনীতির সাথে যায় না। তিনি রাজনীতির সংজ্ঞাই বদলে দিয়েছেন। (প্রশ্নের উত্তর খুঁজে পাননি এই প্রতিবেদক।পাঠক চেষ্টা করে দেখুন) ছাত্রদল সভাপতি রাশেদ ইকবাল খাঁন আগামী সংসদের মেয়াদ নিয়ে বলেছেন,সংবিধানকে অগণতান্ত্রিক পন্থায় সংশোধন করতে গিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার সরকার কেড়ে নিয়েছে। এই অবস্থায় সরকার কতদিন টিকে থাকবে তা একটি বিষয়ের ওপর নির্ভর করবে, সেটা হলো সাধারণ মানুষকে তারা কতটা অধিকার বিছিন্ন করতে পারবে। গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে মানুষকে অবনমিত করে, নির্যাতন করে, হয়তো ক্ষমতাকে প্রলম্বিত করা যাবে। ওতে করে মানুষ তার অধিকার হারাবে। দেশ থেকে গণতন্ত্র বিলুপ্ত হয়ে যাবে। একই প্রশ্নে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন,আমরা মনে করি পূর্ণ মেয়াদ থাকবে। কারণ, এক- এটি সাংবিধানিক বাধ্যবাধকতা আর দ্বিতীয় বিষয় হচ্ছে, বাংলাদেশের জনগণ কিন্তু পাঁচ বছরের জন্য তাদের সরকার বেছে নিচ্ছে।
জনগণের চাওয়া বাস্তবায়ন করাই সরকারের দায়িত্ব। সেটিই হতে যাচ্ছে। আর যেহেতু ভোট উৎসবের মাধ্যমে জনগণের নিরঙ্কুস সমর্থন নিয়ে নতুন একটি সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা মনে করি এ সরকার অনেক বেশি শক্তিশালী ও টেকসই হবে। আমরা চাই, গণতন্ত্র, উন্নয়ন ও তারুণ্যের জন্য শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা থাকুক। দেশবরেণ্য সমাজকর্মী ও সুশীল খুশী কবির আগামীকাল অবশ্যই ভোট দিতে যাবেন বলে নিশ্চিত করে আগামী সংসদের মেয়াদ কতোদিন হতে পারে প্রশ্নে বলেন,এটা নির্ভর করবে যে পাবলিক তাদেরকে এক্সেপ্ট করেছে কিনা।পাবলিক যদি এক্সেপ্ট করে তাহলে পাচ বছর টিকবে।২০১৪ সনের ভোটে তো বিএনপি যোগদান করেননি।পাচ বছর তো টিকেছে। ২০১৮ সালে যোগদান করে আবার লাস্ট মুহুর্তে উইথড্রো করেছে।
কিন্তু, সেবারও পাচ বছর টিকেছে। ভালো কিংবা মন্দ সেটাতে এখন যেতে চাচ্ছিনা। পাবলিক চাইলে পাচ বছর টিকবে।কোনো পার্টি যদি এককভাবে আন্দোলনের ডাক দেয় আর মানুষ যদি তাতে সাড়া না দেয়,তাহলে আন্দোলন কখনো সফল হয়নি আর হবেও না। পশ্চিমা বিশ্বের ভূমিকা ছিলো পজিটিভ আর ভারতের ভূমিকা ছিলো নেগেটিভ।ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি রেজাউল করিমের বক্তব্যের সারসংক্ষেপ ছিলো এমনই। আগামী সংসদের মেয়াদ প্রশ্নে তিনি কোন নিশ্চয়তা দিতে পারেননি।তিনি বলেছেন,মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম: আমাদের দেশের যে অর্থনীতিক অবস্থা চলছে এবং মানুষের ভেতরে যে প্রতিদিনই একটি অশান্তি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বমুখী বিভিন্ন ক্ষেত্রে যে পরিবেশ তৈরি হচ্ছে। এই সরকার যদিও আগামী ৭ জানুয়ারির নির্বাচন করে নিবে এবং তারা ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করবে। কিন্তু আমার ধারণা সুন্দরভাবে দেশ পরিচালনা করার পরিবেশ থাকবে না। তবে কতদিন টিকবে না টিকবে সেটা পরিষ্কার বলা যায় না। বিএনপি নেত্রী আফরোজা আব্বাস জানিয়েছেন, তিনমাসও টিকবেনা আগামী সংসদ। তবে তাঁর সঙ্গে সম্পূর্ণ ভিন্নমত পোষণ করেন দেশের কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু।আগামী সংসদের মেয়াদ প্রশ্নে লিনু বলেন,পূর্ণ মেয়াদ।হলে তো পূর্ণ মেয়াদই চাইবে।কেননা যেই আসুক,আসলে তো তিন মাসেও কাজ করতে পারবে না ছয়মাসেও কাজ করতে পারবে না। তাকে তো সুযোগ দিতে হবে। পূর্ণ মেয়াদ পর্যেন্ত। পূর্ণ মেয়াদই টিকবে। আপনি এবার ভোট দিতে যাবেন প্রশ্নে লিনু বলেন,হ্যাঁ, আমি অবশ্যই ভোট দিতে যাবো।

এই বিভাগের সব খবর

বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন : ওবায়দুল কাদের

বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছে, সে কারণে আবোল তাবল বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল...

চুয়েটের সাথে তিনটি সংস্থার সমঝোতা স্মারক সাক্ষর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এর সাথে সিগনাল স্ট্রিম ইনক. কানাডা,ব্রাক নেট লিমিটেড ও রবি...

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এর সাথে সিগনাল স্ট্রিম ইনক. কানাডা,ব্রাক নেট লিমিটেড ও রবি আজিয়াটা লিমিটেড এর সাথে সমঝোতা স্মারক সম্পন্ন হয়েছে।...

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রী ডা.দীপু মনির হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর পরিদর্শন

হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর আয়োজনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন উপলক্ষে আজ ১৯ মে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর পরিদর্শন ও আলোচনা...

সর্বশেষ

বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন : ওবায়দুল কাদের

বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছে, সে কারণে আবোল তাবল...

পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিফর্ম স্ট্রাটেজি প্রণয়নের কাজ শুরু

দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে অর্থ...

সামান্য অর্থ বাঁচাতে গিয়ে বর্জ্য ব্যবস্থাপনাকে উপেক্ষা করে দেশ ধ্বংস করবেন না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশ...

ফটিকছড়িতে ছাতা মাথায় বিরামহীন প্রচারণা

আগামী ২১ মে ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচন। ১৯ মে...