রবিবার, ১৫ জুন ২০২৫
spot_img

নির্মান ব্যয় ৬০ লক্ষ টাকা

সন্দ্বীপের চর ও নদীর মাঝে ব্যক্তি উদ্যোগে নির্মানাধীন ক্রসড্যাম অনেক দৃশ্যমান।

দীর্ঘ দুই যুগেরও অধিক সময় ধরে মেঘনার করাল গ্রাসে বা সর্বনাশা নদী ভাঙ্গনের ফলে সন্দ্বীপের মুল ভু-খন্ডের প্রায় ৩ ভাগের ২ ভাগ ভুমি নদী গর্ভে হারিয়ে গিয়েছিলো।বিলুপ্ত হয়ে গিয়েছিলো ৫/৬ টি ইউনিয়ন।ফলে কয়েক হাজার পরিবার হয়ে গিয়েছে জলবায়ু উদ্বাস্তু বা ভুমিহীন। বাধ্য হয়ে সন্দ্বীপের বিভিন্ন অরক্ষিত জায়গায় ও দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে কোন মতে মাথা গোঁজার ঠাঁই নিলেও বেশির ভাগ পরিবার এখনো পর্যন্ত মানবেতর জীবন কাটাচ্ছে।সেই ভেঙ্গে যাওয়া নদীতে বিগত কয়েক বছর ধরে ধীরে ধীরে ভাঙন বন্ধ হয়ে জেগে উঠছে বিশাল নতুন নতুন চর।কিছু চর ইতিমধ্যে বসবাস উপযোগী হওয়ার পর নোয়াখালীর ভুমি দস্যুরা তাদের দখলে নিয়ে সেগুলোকে নোয়াখালীর অংশে পরিনত করেছে।আর তাতে সফল হয়ে পুরো সন্দ্বীপের চরগুলোকে ছিনিয়ে নেওয়ার বিভিন্ন অপকৌশল চালাচ্ছে তারা।অন্যদিকে সেগুলো ফিরিয়ে দেওয়ার বা উন্নয়নে যখন কোন ভুমিকাই রাখছেনা সরকার, তখন সন্দ্বীপের লাগোয়া বাকি চর গুলোকে সন্দ্বীপের আয়ত্তে রাখা এবং ভুমি পুনঃরোদ্ধার ও সেগুলোকে পলি জমিয়ে আস্তে আস্তে উচ্চতা বাড়িয়ে বসবাস ও চাষাবাদ উপযোগী করতে বেসরকারী বা ব্যক্তি উদ্যোগে নেওয়া হয়েছে একটি বিশাল উদ্যোগ। যাকে কেউ ক্রসড্যাম বা কেউ ভূমি পুনঃরুদ্ধারে বাঁধ নির্মান হিসেবে আখ্যায়িত করছেন। এবং সেটির নির্মান ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০ লক্ষ টাকা। সে কাজের অগ্রগতিও হয়েছে প্রায় ৪০%। যা এখন দৃশ্যমানও।এবং উদ্যোক্তারা জানিয়েছেন আগামী ২০ দিনে মধ্যে শেষ হবে পুরো বাঁধ নির্মান কাজ।সেই বাঁধ নির্মান কাজ দেখতে প্রতিনিয়ত সেখানে মানুষের ভীর জমছে। এবং অনেকে স্বপ্ন দেখছেন সেই হারিয়ে যাওয়া জন্ম ভিটা আবারো ফিরিয়ে পাবেন এবং সেখানে পুরনো জায়গায় নতুন করে বাঁধবেন আবাস স্থল। জমিতে করবেন চাষাবাদও।

উক্ত বাঁধ নির্মান কাজ সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে দেখা মেলে সে বাঁধ নির্মান কাজের মুল উদ্যোক্তা কালাপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলিমুর রাজি টিটুর সাথে। তিনি বলেন সন্দ্বীপের কয়েকটি ইউনিয়নের দেশে ও প্রবাসে থাকা ধনাঢ্য চিত্তবান মহৎ লোকের আর্থিক সহযোগিতায় এই বাঁধ নির্মাণ হচ্ছে। আমাদের এবং বিশেজ্ঞদেন ধারনা এই বাঁধ নির্মান হলে ২ পাশে পলি জমে পুরো চর এলাকা উচু হতে হতে সন্দ্বীপের মুল ভু-খন্ডের সমান উচ্চতায় পৌঁছে যাবে, তখন সে ভুমি প্রশাসনে সহযোগিতায় প্রকৃত মালিকের মাঝে বন্টনের মাধ্যমে আমরা সকলকে ফিরিয়ে দিতে পারবো। তাই যারা এ কাজে আর্থিক সহযোগিতা দিচ্ছেন তাদের প্রতি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এছাড়াও ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন মুন্না, সভাপতি, ওশানোগ্রাফি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কাজের সাথে সম্পৃক্ত যুবলীগ নেতা আরমান হোসেন জানান-আমরা সন্দ্বীপিরা বার বার প্রতারিত হচ্ছি। বিভিন্ন ছলচাতুরি এবং অপকৌশলের কাছে হার মেনে আমরা আমাদের স্রষ্টার ফিরিয়ে দেওয়া ভুমির মালিকানাও পাচ্ছিনা। ইতিমধ্যে অনেক ভুমি বেদখল হয়ে গেছে। তাই আমরা এ বাঁধ নির্মানের মাধ্যমে আমাদের ভুমির উন্নয়ন ঘটাতে পারলে বেড়িবাঁধ সহ বিভিন্ন অরক্ষিত জায়গায় যারা বসবাস করছে তাদের সেখানে পুনবাসনের ব্যবস্থা সহ যার ভুমি তাকে ফিরিয়ে দিতে পারবো। কারন সরকার বা জনপ্রতিনিধিরা সন্দ্বীপের সাথে সব সময় বিমাতাসুলভ আচরন করেছে। রোহিঙ্গাদের জন্য সরকার অনেক কার্যকরী উদ্যোগ ও শতশত কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। কিন্তু আমাদের নদী ভাঙ্গন কবলিতরা তাদের চেয়েও বেশী অমানবিক জীবন যাপন করলেও তাদের স্বার্থের কথা চিন্তা করেনা। তাই আমাদের যে সমস্ত দানবীর ও উদ্যোক্তারা এ উদ্যোগ নিয়েছেন তাদের আমরা সাধুবাদ জানানো সহ এটিকে নিশ্চিত সফল রুপ দিতে সকলকে আরো বেশি বেশি আর্থিক ও মানসিক সাপোর্ট নিয়ে এগিয়ে আসার আহবান জানাই।

এই বিভাগের সব খবর

বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন

বাংলাদেশের সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালনা পর্ষদ ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে। স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি...

ইসরাইলি হামলায় ২০ জনেরও বেশি ইরানি কমান্ডার নিহত

ইসরাইলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, ইরানে তাদের বিমান হামলায় সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরিসহ ২০ জনেরও বেশি ইরানি সেনাবাহিনী ও রেভল্যুশনারি গার্ড কমান্ডার নিহত...

আলীকদমে পর্যটকের মৃত্যু : ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা গ্রেপ্তার

বান্দরবানের আলীকদম উপজেলায় ট্যুর এক্সপার্ট গ্রুপের মাধ্যমে ভ্রমণে এসে স্মৃতি আক্তার নামে এক নারী পর্যটকের মৃত্যুর ঘটনায় ভ্রমণভিত্তিক ফেসবুক গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’ এর অ্যাডমিন...

সর্বশেষ

বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন

বাংলাদেশের সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষে বিশ্বব্যাংকের...

ইসরাইলি হামলায় ২০ জনেরও বেশি ইরানি কমান্ডার নিহত

ইসরাইলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, ইরানে তাদের বিমান হামলায়...

আলীকদমে পর্যটকের মৃত্যু : ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা গ্রেপ্তার

বান্দরবানের আলীকদম উপজেলায় ট্যুর এক্সপার্ট গ্রুপের মাধ্যমে ভ্রমণে এসে...

নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর যে ধরনের প্রস্তুতি প্রয়োজন,...

ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার

জেলার সীতাকুণ্ডে যাত্রীবেশে উঠে চালকের কাছ থেকে ছিনতাই করে...

বিএনপির নেতৃত্বে দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত করতে হবে: চসিক মেয়র

আসন্ন জাতীয় নির্বাচনে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে...