মহানগরীর বন্দর থানার ফকিরহাট এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় তুষার রক্ষিত (৫০) নামে এক পোশাক কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় ইস্পাহানি ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তুষার রক্ষিত পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তিনি ইয়ংওয়ানে প্যাটেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বন্দরের ২ নম্বর জেটি গেট এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।