অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে কুটুমবাড়ী রেস্তোরাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার নগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করা, কর্মচারীদের স্বাস্থ্য সনদ ও কোভিড-১৯ ভাইরাসের টিকা সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় অলংকার মোড়স্থ কুটুমবাড়ী রেস্তোরাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে কর্ণেল জোনস রোডে নির্মাণ সামগ্রী রেখে সর্বসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।