রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, ‘বর্তমান সরকার যোগাযোগব্যবস্থায় যে গুরুত্ব দিয়েছে, রাউজান তার শতভাগ সুফল পাচ্ছে। রাউজানের ছোট-বড় প্রায় প্রত্যকটি সড়ক এখন চলাচলের উপযোগী। উপজেলার উত্তর-দক্ষিণ যোগাযোগের ক্ষেত্রে আরো একটি মাইলফলক হতে যাচ্ছে ‘রমজান আলী হাট-জিসি-নয়াহাট আরএইচসি ভায়া আধার মানিক নতুন বাজার সড়ক’।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) শুক্রবার বিকালে বাগোয়ান ইউনিয়নের গশ্চি মোহাম্মদ জামায় একটি সড়কের উন্নয়নকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবূল কালাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, লায়ন সাহাবুদ্দিন আরিফ, এম. আব্বাস উদ্দিন আহমেদ, রোকন উদ্দিন, নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, বাবুল মিয়া, সৈয়দ আবদুল জব্বার সোহেল, আওয়ামী লীগ নেতা কামরুল হাছান বাহাদুর, আরিফুল আলম, সৈয়দ মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুনীল চক্রবর্তি, আবু জাফর মো. রাশেদ, বীর মুক্তিযোদ্ধা হাশেম চৌধুরী, নুরুন নবী, দেবমিত্র বড়ুয়া মাইকেল, হাসান মো. রাশেদ, ছাত্র নেতা মো. সালাউদ্দিন, রবিউল ইসলাম রাজু, নঈম উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ১০ কিলোমিটার এই সড়কটি প্রশস্ত হবে ১৮ফুট। নির্মাণ করা হবে ১৪টি কালভার্ট। পুরো সড়ক জুড়ে করা হবে কার্পেটিং। রাউজান সদর ইউনিয়নের রমজান আলী হাট থেকে সড়কটি চার ইউনিয়ন যথাক্রমে কদলপুর, পূর্বগুজরা হয়ে বাগোয়ান ইউনিয়নের গশ্চি মোহাম্মদ জামা হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সাথে সংযুক্ত হবে।কাজটি বাস্তবায়ন করছে মেসার্স এন.কে ট্রেডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।