চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকা থেকে বিপুল পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্প, বাংলাদেশ কোর্ট ফি এবং জাল ডাকটিকিটসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
গ্রেফতারকৃতরা হলেন, ফেনী জেলার সোনাগাজী থানার মঙ্গলকান্দির আব্দুল মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন বেলাল (৪২), স›দ্বীপ থানার পৌর হাড়ামিয়ার মো. ওবায়দুল হকের ছেলে মাকসুদুর রহমান রাসেল (৩৬), মিরসরাই থানার তিন ঘরিয়াটোলার আবুল হাসেমের ছেলে আরব হোসেন (৩২) ও মনোহরগঞ্জ থানার রাইশগাঁও কাজী বাড়ির মৃত সেলিম মিয়ার ছেলে মো. মোশারফ হোসেন শরীফ (১৯)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন খবরের ভিত্তিতে বাদামতলী ও আগ্রাবাদ এলাকার নর্থ সাউথ ট্রেড ইন্টারন্যাশনাল এবং সেলিম ইন্টারপ্রাইজ নামের দুটি দোকানে অভিযানে চালায় র্যাব। এ সময় বাংলাদেশ সরকার মুদ্রিত বিভিন্ন টাকা মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল বাংলাদেশ কোর্ট ফি ও জাল ডাক টিকিটসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।