হাটহাজারীর বুড়িশ্চর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জামাত শিবিরের সন্ত্রাসীদের হাতে নিহত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের তৎকালীন নেতা শহীদ ফারুকমাহমুদ সিদ্দিকী ও সমাজসেবক আলহাজ সোলায়মান খান এর ১৯তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্মরণসভা ১২ ফেব্রুয়ারী(শনিবার)সন্ধ্যায় নজুমিয়াহাট রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ বখতেয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানএম এ সালাম। সাধারণসম্পাদক বেলালউদ্দীনবিজয়েরসঞ্চালনায়সভায়বিশেষঅতিথি ছিলেনচট্টগ্রামউত্তর জেলাআওয়ামী লীগ যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দীন শাহ্, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন বাবলু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ জাফর আহমেদ, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। বক্তব্য রাখেন চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার, মোঃআকতার হোসেন, চেয়ারম্যানআবুবক্করসিদ্দিকী, মাস্টার আ স মরফিক, মোঃ গোলাম মোস্তফা, মাহবুবুল আলম, চেয়ারম্যান নুসরাত জাহান, এনামুল হক এনাম, রাশেদ খান মেনন, নূরে আলম সিদ্দিকী, নাসির উদ্দীন রিয়াজ, মহসিন খান, দীপন দাশ, ইঞ্জিঃপলাশ বড়ুয়া, আকতার হোসেন চৌধুরী, সেকান্দর চৌধুরী, মাওঃমঞ্জুর হায়দার সিদ্দিকী, শওকত আকবর, সরোয়ার ইকবাল, আব্দুল মান্নান, জাবেদ হাসান, ফারুক হোসেন চৌধুরী, মোঃরাশেদুল ইসলাম, মঞ্জুর হোসন, মোঃ জাবেদ প্রমূখ। সভায় শহীদ ফারুক সিদ্দিকীর জামাতা ডাঃ হাবিব ইকবাল শুভ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি এম এ সালাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শিক পথে সন্ত্রাসী,চাঁদাবাজ অপশক্তির বিরূদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে ষড়যন্ত্রকারীদের ইন্ধনে সন্ত্রাসীদের হাতে জীবন দিয়েছে শহীদ ফারুক মাহমুদ সিদ্দিকী। শত নির্যাতন অত্যাচারের স্বীকার হয়েও অপশক্তির সাথে আপোষ করেনি। এলাকার মানুষের জানমাল রক্ষাএবং অসুস্থ ধারার অপরাজনীতির বিরূদ্ধে সুস্থ ধারার রাজনীতিকে এগিয়ে নিতে নেতৃত্ব দিয়েছে। তিনি বলেন, পরোপকারী নীতিবান-দৃঢ়চেতা রাজনীতিক হিসেবে অত্যন্ত জনপ্রিয় নেতা ফারুক সিদ্দিকীর জীবনাচার, ত্যাগ থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজম্মকে রাজনৈতিক কর্মকান্ডে এগিয়ে যেতে হবে। এতে করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে অসংখ্য শহীদের রক্ত দান সার্থক হবে। সভার পূর্বে শহীদদের কবর সংলগ্নম সজিদে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও কবরে পুষ্পার্ঘ অর্পন এবং বিশেষ মেনাজাত অনুষ্ঠিত হয়।