বোয়ালখালী পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর গোমদন্ডী জামে মসজিদের মুসল্লী ও প্রবাসীর ব্যবস্থাপনায় নামাজের প্রতি শিশুদের উৎসাহ বাড়াতে নিয়মিত ৪০দিন জামাতে নামাজ আদায় করায় ক্ষুদে মুসল্লীর মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১১ই ফেব্রুয়ারি (শুক্রবার)উত্তর গোমদন্ডী জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী বাবুল বিশেষ অতিথি ছিলেন, শাহ আলম চৌধুরী, ইদ্রিস তালুকদার, ফরিদ উদ্দীন, সার্জেন্ট (অবঃ)নুরুল আকতার, ইকবাল চৌধুরী, নুরুল আজিম তালুকদার, উত্তর গোমদন্ডী জামে মসজিদের খতিব মাওলানা জহিরুল হক, আরিফ মঈন উদ্দিন চৌধুরী, ওয়াহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, ইসলামী শরীয়তে প্রত্যেক মুসলমানের জন্য নামাজ ফরজ করা নামাজ অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখে তাই শিশুদেরকে নামাজের প্রশিক্ষণ দেয়া প্রতিটি অভিভাবকের দায়িত্ব। শিশুকে নামাজের প্রতি আগ্রহ বাড়াতে আমাদের এই আয়োজন নামাজ চর্চার মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব । অনুষ্ঠান শেষে ১ম পুরস্কার আল শাহরিয়া, ২য় পুরস্কার লোকমান হাকিম, ৩য় পুরস্কার অর্জনকারী মোহাম্মদ আয়াজকে সাইকেল এবং বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ২৪ জনকে পুরস্কারকৃত করা হয়।