নগরের বাটালি রোড এলাকায় অভিযান চালিয়ে ১৬টি অবৈধ বসতঘর গুড়িয়ে দিয়েছে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ।
বৃহস্পতিবার রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। রেলওয়ে সূত্র জানায়, বাটালি রোডে এলাকায় রেলওয়ের কলোনীর আশপাশে কিছু চিহ্নিত দখলদার অবৈধ স্থাপনা গড়ে তুলেছিল। সেখানে প্রায় ২৫টি পরিবার বসবাস করতো।
বৃহস্পতিবার সকালে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ে কর্তৃপক্ষ।
বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম বলেন, দীর্ঘদিন ধরে বাটালি রোডের ৭৬৫ নম্বর বাসার সামনে দখলদাররা অবৈধ স্থাপনা তুলে বসবাস করে আসছিল। বৃহস্পতিবার তাদের উচ্ছেদ করা হয়েছে। যেখানে অবৈধ স্থাপনা আছে, সেখানে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে সহায়তা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী।