কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী বন রেঞ্জের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের ৫ হাজার চারা বিতরণ করা হয়েছে। এ সময় বন নির্ভর জনগোষ্ঠীর বিকল্প জীবিকা নির্বাহের লক্ষ্যে ৫ টি সেলাই মেশিন ও বিতরণ করা হয়। গতকাল শনিবার ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব চারাও সেলাই মেশিন বিতরণ করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য,পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব জাফর আলম এম এ,।
তিনি উপকারভোগীদের মাঝে ফলজ,বনজ ও ঔষুধি সহ ৫ হাজার গাছের চারা বিনা মূল্যে বিতরণ করেন। এ সময় কক্সবাজার জেলায় সবুজ বেষ্টনী সৃজন, প্রতিবেশ পুনরুদ্ধার এবং ইকো-ট্যুরিজম উন্নয়ন প্রকল্প থেকে বন নির্ভর জনগোষ্ঠী বিকল্প জীবিকা নির্বাহের লক্ষ্যে ৫ টি সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়। পরে সংসদ সদস্য ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয়ে একটি নারকেল গাছের চারা রোপন করেন। বিনামূল্যে চারা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন কক্সবাজার উত্তর বনবিভাগের সদেরর সহকারী বন সংরক্ষক ড. প্রান্তোষ চন্দ্র রায়, ফুলছড়ীর সহকারী বন সংরক্ষক, শীতল পাল, ফাঁসিয়াখালীর বন রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনসহ, কক্সবাজার উত্তর বন বিভাগ সহ বিভিন্ন বিটের বিট অফিসার, স্টাফ, সিপিজির সদস্য, বিভিন্ন ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।