তুরস্কের রাজধানী আঙ্কারায় বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার ( ১ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে পার্লামেন্ট ভবনের কাছে এই হামলা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
হামলার পর পার্লামেন্ট ভবন ও এর খুব কাছাকাছি অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে, এই গোলাগুলি ও বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া। তিনি বলেন, পার্লামেন্ট ভবনের সামনে সন্ত্রাসী হামলা পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন। হামলাকারীর সংখ্যা ২ জন ছিল বলে উল্লেখ সকরেন তিনি।
এদের মধ্যে একজন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন এবং আরেকজন আত্মঘাতী হয়েছেন বলেস আল-জাজিরার প্রতিবেদনে উঠে আসে।
তবে এখন পর্যন্ত হামলাকারীরা কারা বা হামলার কারণ কী তা জানা যায়নি।কেউ হামলার দায় স্বীকারও করেনি। তবে আইএসআইএল (আইএসআইএস) সদস্যদের বিরুদ্ধে তুর্কি কর্তৃপক্ষের চলমান অভিযানের মধ্যেই হামলার এই ঘটনা ঘটল।