যানজট রাজধানী ঢাকার নিত্যদিনের সঙ্গী। ১৫ মিনিটের পথ যেতে অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়। এতে ঢাকা মহানগরীতে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে কর্মজীবীদের, যার আর্থিক ক্ষতি বছরে হাজার হাজার কোটি টাকা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চের এক গবেষণায় বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে ধীরগতির শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে ঢাকা। তবে, শুধুমাত্র ঢাকা নয় ধীরগতির শহরের তালিকায় থাকা শীর্ষ ২০টি শহরের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের আরও দুটি শহর ময়মনসিংহ ও চট্টগ্রাম।
বিপরীতে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের শহর ফ্লিন্ট।
ম্যাসাচুসেটসের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ জানিয়েছে, তারা ১৫২টি দেশের ১২০০-এরও বেশি শহরের যানবাহনের গড় গতির বিষয়ে এই গবেষণা চালিয়েছে।
ওই গবেষণা থেকে দেখা গিয়েছে, দরিদ্র দেশগুলোর তুলনায় ধনী দেশগুলোর শহরে যানবাহনে গড় গতি অন্তত ৫০ শতাংশ বেশি। তাদের হিসাবে, ধীরগতির শহরের তালিকায় একেবারে শীর্ষে আছে ঢাকা। সূচকে ০.৬০ পয়েন্ট নিয়ে ধীরগতির তালিকার শীর্ষে রয়েছে ঢাকা।
তালিকায় ৯ নম্বরে নাম আছে ময়মনসিংহের। তালিকার ১২ নম্বরে রয়েছে ‘বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী’ বলে খ্যাত চট্টগ্রাম। ধীরগতির শহরের তালিকার শীর্ষে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে নাইজেরিয়ার লাগোস ও ইকোরদু। তালিকার চতুর্থ স্থানে রয়েছে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা। পঞ্চম স্থানে রয়েছে ভারতের মহারাষ্ট্রের থানে জেলার শহর বিওয়ান্দি।
ষষ্ঠ স্থানে নাম রয়েছে কলকাতার। তালিকায় নাম আছে মুম্বাইয়েরও। ওই সংস্থার হিসাবে, একক দেশ হিসেবে ধীরগতির শীর্ষ ২০ শহরের মধ্যে সবচেয়ে বেশি শহর আছে ভারতের। শীর্ষ ২০টির মধ্যে ভারতের ৮টি শহরের নাম আছে। আর, সব থেকে দ্রুতগতির শহর হিসাবে নাম আছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের ফ্লিন্ট। তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে গ্রিনসবোরো ও উইচিতা।
জানানো হয়েছে, শহরের আয়তনের অনুপাতে সবচেয়ে বেশি মোটরগাড়ি রয়েছে কলম্বিয়ার রাজধানী বোগোতায়। এর পরই রয়েছে রাশিয়ার শহর ক্রাসনোদার।
বিশেষজ্ঞদের মতে, উপযুক্ত পরিকাঠামো ছাড়াই গড়ে উঠেছে ঢাকা। সেখানে এখন মানুষের বসবাস বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে যানবাহনের সংখ্যা। বিশেষজ্ঞরা জানান, এই কারণে ঢাকায় বাড়ছে যানজট। তাই ঢাকায় যানবাহনের গতি কমছে।
দিনদিন ঢাকার যানজট তীব্র ও ভয়াবহ আকার ধারণ করছে। বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, যানজটের কারণে ঢাকায় প্রতিদিন ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এই কারণে বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। সেই শহরে এখন ঘণ্টায় গড়ে প্রায় সাত কিলোমিটার গতিতে চলছে যানবাহন।