চট্টগ্রামের আনোয়ারায় হঠাৎ পাগলা শেয়ালের কামড়ে অন্তত ৯ জন আহত হয়েছেন। পরে ওই শেয়ালটিকে পিটিয়ে হত্যা করা হয়।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ শিলাইগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মোঃ রাজিব (৪২), জান্নাতুল নেছা (৩৭), হাসিনা আক্তার (৬৫), মোঃ হাসেম (৪৯), নেহা (৩৭), জ্যোৎস্না আক্তার (৩২) , নুরুল ইসলাম (৫০)। বাকি দুইজন বাইরে চিকিৎসা নেয়। তবে তাদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ফারুক হাসান জানায়, সকালে বাড়ির সামনের ঝোপ থেকে হঠাৎ একটি পাগলা শেয়াল বেরিয়ে ইয়াকুব মাস্টার বাড়িসহ দুই বাড়ির ৯ জনকে কামড় দিয়ে আহত করে। পরে নতুন করে আরো একজনকে কামড় দিতে গেলে তার হাতে থাকা লাঠির আঘাতে শেয়ালটির মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. শামসুল আলম মেম্বার।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) মো. ইমরান বলেন, সকাল ৭টার দিকে শেয়ালের কামড়ে আহত ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।