কোনো কারণ ছাড়াই অনেক পণ্যের দাম বেড়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজার কারসাজিকারীদের আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর খামারবাড়িতে ইন্দিরা রোড ক্রীড়া চক্রের মাঠে (টিঅ্যান্ডটি মাঠ) টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আইনের কঠোর প্রয়োগ করতে যাচ্ছি। যারা নিয়মের বাইরে আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
টিপু মুনশি বলেন, সয়াবিন তেলের দাম আরও ৫ টাকা, পাম তেলের দাম আরও ৪ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও বলেন, নতুন করে টিসিবির কার্ড করা হচ্ছে। আমরা (বাণিজ্য মন্ত্রণালয়) ৫০ লাখ পরিবারের জন্য কার্ড করেছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি করার নির্দেশ দিয়েছেন। বাকিগুলো শিগগিরই মানুষ পেয়ে যাবে। কাজ চলছে।
সেপ্টেম্বর মাসের জন্য সারাদেশে ১ কোটি নিম্ন-আয়ের পরিবারের মধ্যে চারটি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতি প্যাকেজে আছে ১০০ টাকা লিটার মূল্যের ২ লিটারের বোতলজাত সয়াবিন তেল। ৭০ টাকা দরের ১ কেজি চিনি। ৬০ টাকা কেজি দরের মসুর ডাল ২ কেজি এবং ৩০ টাকা দরের ৫ কেজি চাল।
কার্ডধারীরা ডিলারের দোকান আর জেলা ও উপজেলায় নির্ধারিত স্থায়ী ডিলারের কাছে থেকে এসব পণ্য কিনছেন। আগামী জানুয়ারি থেকে ডিজিটাল ফ্যামেলি কার্ড চালু হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।