মিশর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক চ্যান্সেলর আচার্য প্রফেসর ড. ইব্রাহিম সাালাহ আল-সাইয়েদ সোলেমান আল-হুদহুদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফ পরিদর্শন ও জেয়ারত করেছেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মিশরীয় প্রতিনিধি দল মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) এঁর রওজা, খাদেমুল ফোকরা হযরত মওলানা সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভাণ্ডারী (ক.) এঁর রওজাসহ অন্যান্য রওজা জেয়ারত করেন।
মিশরীয় প্রতিনিধি দলে ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক দাওয়া ফ্যাকাল্টির সাবেক ডিন ড. জামাল ফারুক জিব্রিল মাহমুদ, মিশরের সুফীজম ত্বরিকতের প্রধান ও মিশরের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের মেম্বার ড. মোহাম্মদ মাহমুদ আহমেদ হাশিম ও ইসলামিক গবেষণা একাডেমির বৈদেশিক শিক্ষার্থী প্রশাসনিক প্রধান মাহমুদ আহমেদ শাহাত আল-সাগির।
মাইজভাণ্ডার দরবার শরীফে মিশরীয় প্রতিনিধি দলকে স্বাগত জানান গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিরি) ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক, খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দুল হক খান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা মহিউদ্দীন এনায়েত ।
এর আগে বৃহস্পতিবার সকালে মিশরীয় প্রতিনিধি দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার অতিথিদের শুভেচ্ছা জানান।
এছাড়া বৃৃহস্পতিবার দুপুরে মিশরীয় প্রতিনিধি দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ‘সুফিবাদের বিকাশে মাইজভাণ্ডারী দর্শন’ শীর্ষক পিএইচডি সেমিনারে অংশগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুনমুন নেছা চৌধুরী সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
মিশরীয় প্রতিনিধি দল দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগিতায় আগামি ১০ ও ১১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে “সুফিবাদের সমাজ বিজ্ঞান, পূর্ণ-মানবতা এবং সামাজিক সম্প্রীতির ঐশী অন্বেষণ” শিরোনামে ৪র্থ আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করবেন।