আনোয়ারা উপজেলায় ৫০ হাজার পিস ইয়াবাসহ মোঃ আক্কাছ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গত বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার রায়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম গহিরা এলাকার বাঁচা মিয়া মাঝির বাড়ির সাদ্দামের বসতঘর থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আক্কাছ স্থানীয় জাফর আহমদের বাড়ির জাফর আহমেদের ছেলে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ পতেঙ্গার একটি অভিযানিক দল রায়পুর ইউনিয়নের মধ্যম গহিরায় অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোঃ আক্কাছ (৪৫) কে আটক করা হয়। এসময় সাদ্দাম হোসেন (২৫), আজিজুল হক (২০), মোঃ হাসান নামের তিনজন পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃত আক্কাছকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বসতঘরের ড্রামের ভেতরে সংরক্ষিত রাখা ইয়াবা ট্যাবলেটের কথা স্বীকার করে। পরে উপস্থিত স্বাক্ষী গণের সামনে ড্রাম থেকে ১টি সাদা রংয়ের প্লাষ্টিকের বাজারের ব্যাগে বিশেষ কায়দায় সংরক্ষিত করে রাখা ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১কোটি ৫০হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানায় অফিসার (ইনচার্জ) ওসি সোহেল আহম্মেদ বলেন, র্যাব-৭ পতেঙ্গার একটি অভিযানিক দল ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।