খাগড়াছড়ির রামগড়ে আতাউল করিম শিবলু (৩৮) নামে এক সাবেক ছাত্রলীগ নেতার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকা থেকে নিজ বসতঘরের শিলিং এর কাঠের সাথে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। সে তৈছালপাড়া এলাকার বাসিন্ধা নুরুল করিম এর ছেলে।
নিহত শিবলু রামগড় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ও রামগড় পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। পুলিশ জানান, খবর পেয়ে নিহতের ঘরের দরজা ভেঙ্গে ঘরের শিলিং এর কাঠের সাথে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের বড়ভাই রেজাউল করিম ফোরকান জানান, শিবলুর স্ত্রী ঢাকা ছিলেন তাই রাতে দুই ভাই এক সাথে ভাত খেয়েছি । পরে সে নিজের ঘরে ঘুমাতে চলে যান । তবে তার ভাই কয়েক বছর মানসিক ভাবে ভারসাম্যহীন যার চিকিৎসাও চলছে বলে তিনি জানান। রামগড় থানার এসআই শামসুল আমিন বলেন, প্রাথমিত তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এই ব্যাপারে রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করে মৃতদেহ খাগড়াছড়ি মর্গে পাঠানো হয়েছে।