চট্টগ্রামের সাতকানিয়ায় দায়িত্ব পালনের সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে ট্রাফিক পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কেরানিহাটে সড়কে ঘটনা ঘটে।নিহত পুলিশ সদস্যের নাম মুন্সি বোরহান উদ্দিন (৫২)। তার বাড়ি ফেনী জেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত।
তিনি বলেন, ট্রাফিক পুলিশ সদস্য বোরহান উদ্দিন কেরানিরহাট এলাকায় দায়িত্ব পালনকালে হঠাৎ মাটিতে পড়ে যান। পরে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শুনেছি তাঁর হার্টে সমস্যা ছিল। মরদেহ চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান ওসি।