চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মা ও ছেলেকে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৬ এপ্রিল) সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মা-ছেলে হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।’
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ইসমত হাজীর বাড়িতে সীমানাপ্রাচীর দেওয়া নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন মা-ছেলেকে কুপিয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন তৈয়ব আহমদের স্ত্রী হোসনে আরা ও তার ছেলে মো. পারভেজ।