জনতা ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় শ্রেণীকৃত ও অবলোপনকৃত ঋণ আদায় বিষয়ক এক সমন্বয় সভা ব্যাংকের ডিএমডি মোঃ গোলাম মরতুজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের মহাব্যবস্থাপক মোঃ আশরাফুল আলম এবং প্রধান কার্যালয় রিকভারী ডিপার্টমেন্ট-১ এর সহকারী মহাব্যবস্থাপক মোঃ মোস্তফা কামাল। সভায় অত্র কার্যালয়ের আওতাধীন কপোরেট-১,কর্পোরেট-২ ও বৃহৎ খেলাপী ঋনযুক্ত শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।
সমন্বয় সভায় ডিএমডি মোঃ গোলাম মরতুজা খেলাপী ঋণ আদায়ের তৎপরতা আরো জোরদার করার উপর গুরুত্ব আরোপ করে বলেন, খেলাপী ঋণ আদায়ের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং নতুন করে যেন কোন ঋন খেলাপী হতে না পারে সে ব্যাপারে সর্তক দৃষ্টি রাখা প্রয়োজন। তিনি ভালো ঋণের প্রবাহ আরো গতিশীল করার উপর জোর দেন। তিনি খেলাপী ঋণ গ্রহীতার সাথে প্রত্যক্ষ যোগাযোগ এবং মাঠ পর্যায়ে ইতিমধ্যে গঠিত টাস্কফোর্স/ক্যাম্প স্থাপনের মাধ্যমে ঋণ আদায়ের জন্য জোর পদক্ষেপ গ্রহণ করতে উপস্থিত সবাইকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া খেলাপী ঋণ আদায়,পুনঃতফসিল,সুদমওকুফ ও অবলোপন বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যেবিভাগীয় কার্যালয়, চট্টগ্রামের জিএমমোঃ আশরাফুল আলম শ্রেণীকৃত ও অবলোপনকৃত ঋণ আদায়ে শাখা প্রধানদের আরো সক্রিয় ভূমিকা পালনসহ ডিএমডির নির্দেশনাসমূহ যথাযথ ভাবে পরিপালনের নির্দেশ প্রদান করেন।