চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় বাসের ধাক্কায় মনির আহমেদ (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির চান্দগাঁওয়ের সালেহ আহম্মদ মুন্সির বাড়ির মৃত সালেহ আহম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস ওই পথচারীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, রাহাত্তারপুল এলাকা থেকে বাসের ধাক্কায় আহত একজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতাল মর্গে আছে।