বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

আন্দোলনকে বেগবান করতে নানা কৌশল বিএনপির

চলমান সরকার বিরোধী আন্দোলনকে আরো বেগবান করতে নানা কৌশলে এগিয়ে যাচ্ছে বিএনপি। আগামী ১১ জানুয়ারী সারাদেশে গণঅবস্থান’ কর্মসূচীকে ঘিরে দলের কেন্দ্রীয় নেতারা আজ সোমবার(২১জানুয়ারি) থেকে জেলা সফর শুরু করেছেন। পাশাপাশি বিএনপির লিয়াজোঁ কমিটি সরকার বিরোধী বিভিন্ন দলের সাথে ধারাবাহিক বৈঠকও শুরু করেছেন। আজ মোস্তাফা মহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরার নেতৃবৃন্দের সাথে বৈঠক হয়েছে বিকেলে। চলছে চলমান আন্দোলনের নানা বিশ্লেষণও।

জানা গেছে জেলা সফরে গিয়ে কেন্দ্রীয় নেতারা দলের নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করবেন। দেবেন বিভিন্ন দিকনির্দেশনা। দলের ঘোষিত ২৭ দফা রূপরেখা ও সরকারবিরোধী আন্দোলনের ১০ দফা দাবির বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। এতে প্রত্যেক নেতাকর্মী কর্মসূচি বাস্তবায়নে আরও সচেষ্ট হবেন বলে দলের নীতিনির্ধারকরা মনে করছেন।

বিএনপি নেতারা জানান, সরকার পতনের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে যুগপৎ আন্দোলনের ‘শুভ সূচনায়’ আশাবাদী তাঁরা। বিশেষ করে গত ৩০ ডিসেম্বর সরকারবিরোধী গণমিছিলে জনসম্পৃক্ততা ও নেতাকর্মীর ঢল সবাইকে আশান্বিত করেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন স্লোগান নিউজকে বলেন, সরকারের সীমাহীন ব্যর্থতা, লুটপাট, নির্যাতন, গণতন্ত্রহরণ আর মানুষের অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টাকে এ দেশের মানুষ ভালোভাবে নেয়নি। এখন দেশের মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আর জীবনযাপনের ব্যয় অত্যধিক বেড়ে যাওয়ায় সবাই কষ্টে আছেন। তাই এ সরকারের কবল থেকে দেশকে মুক্ত করতে শুধু বিএনপি কিংবা বিরোধী দলের নেতাকর্মী নয়, সাধারণ মানুষও রাস্তায় নেমেছে।

বিএনপি নেতারা জানান, বিএনপির চলমান আন্দোলনে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীর পাশে দাঁড়ানোর কঠোর নির্দেশনা দিয়েছে দলটি। এরই মধ্যে আন্দোলনে নিহতদের পরিবারের আজীবন দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শেষ করা হয়েছে। পাশাপাশি আহতদের পুরো চিকিৎসার ব্যয়ভার বহন করা হচ্ছে। কারাবন্দি নেতাকর্মীর পরিবারের পাশেও দাঁড়িয়েছে দলের হাইকমান্ড। প্রত্যেক নেতার বাসায় দলের কেন্দ্রীয় নেতাদের পাঠিয়ে তাঁদের সুবিধা-অসুবিধার খোঁজ নিচ্ছেন। মামলা পরিচালনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিনা পয়সায় তাঁদের মামলা পরিচালনা করা হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের সঙ্গে কথা বলে তাদের সাহস জোগাচ্ছেন বলে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স গনমাধ্যমকে জানিয়েছেন।

বিএনপির ঘোষিত ২৭ দফা রূপরেখা ও আন্দোলনের ১০ দফাকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এরই মধ্যে এসব রূপরেখা ও দাবিকে বুকলেট আকারে ছাপিয়ে প্রত্যেক জেলায় পাঠাতে শুরু করেছেন দলটির দায়িত্বশীল নেতারা। বুকলেটে রূপরেখার পাশাপাশি দাবিগুলোকেও তুলে ধরা হয়েছে। এসব বুকলেট দলীয় নেতাকর্মীর পাশাপাশি সরকারি সব গুরুত্বপূর্ণ কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী নেতা, শিক্ষক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী সংগঠন, এমনকি বিএনপিবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র ও যুব সংগঠনকে দেওয়ার পরিকল্পনা নিয়েছে দলটি।

আর এসব কাজে সমন্বয় করতে কেন্দ্র থেকে নেতারা জেলা ও মহানগরে যাচ্ছেন। তাঁরা জেলাভিত্তিক বিভিন্ন সভা, সেমিনারের মতো কর্মসূচিতে এ রূপরেখা নিয়ে কথা বলবেন। আপাতত কেন্দ্রীয়ভাবে প্রত্যেক ইউনিটে অল্পসংখ্যক বুকলেট সরবরাহ করা হলেও জেলা নেতাদের বৃহৎ পরিসরে এসব ছাপিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানায়।

এদিকে হামলা-মামলা ও বাধার মধ্যেও আন্দোলনের ১০ দফা দাবি আদায়ে রাজপথে নিজেদের অবস্থান জানান দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। গত শুক্রবার বিএনপি ছাড়াও সাতদলীয় গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১১ দলীয় জোট এবং এলডিপি ও জামায়াত গণমিছিলের আয়োজন করে। রাজধানীর সাত স্পটে পৃথকভাবে এসব দল ও জোটের উদ্যোগে বিভিন্ন সময়ে এ কর্মসূচি পালন করা হয়। বিএনপির গণমিছিলের ‘সাফল্যে’ অন্য দলের কর্মীরাও উচ্ছ্বাসিত।

জামায়াতের সঙ্গে বিএনপির আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও গত ২৪ ডিসেম্বর সারাদেশে গণমিছিল করেছে দলটির নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে পুলিশের বাধা ও গ্রেপ্তারের ঘটনাও ঘটে। শুক্রবার সকালে ঢাকা মহানগর উত্তর জামায়াতের ব্যানারে সাভারে বড় মিছিলের আয়োজন করে সংগঠনটি। জুমার পর মালিবাগ-মৌচাক এলাকায় মিছিলের চেষ্টাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।

তবে সাতদলীয় জোটের অভ্যন্তরীণ জটিলতা ও সমন্বয়ের অভাবে নেতাকর্মীর উপস্থিতিতে তেমন ছিল না। বিষয়টি নিয়ে জোট নেতাদের মধ্যেই সন্দেহ-অবিশ্বাস বাড়ছে। বিশেষ করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীর অনুপস্থিতি জোটের মধ্যে জটিলতা সৃষ্টি করছে।

নতুন ঘোষিত ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট নেতারাও চমক দেখাতে ব্যর্থ হয়েছেন। এ নিয়ে জোটের মধ্যেই অসন্তোষ চলছে বলে জানা গেছে। ১২ দলীয় জোটের মিছিলে আশানুরূপ উপস্থিতি না থাকলেও নিজেদের অবস্থান জানান দিতে সক্ষম হয়েছেন জোট নেতারা।

কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি এককভাবে গণমিছিলের আয়োজন করে। বড় শোডাউন করে সক্ষমতা প্রমাণ রাখে দলটি।

বিভিন্ন দল ও জোটের প্রথম যুগপৎ কর্মসূচির চুলচেরা বিশ্লেষণ করছেন সংশ্লিষ্ট নেতারা।সরকারবিরোধী অন্য দলগুলোকেও এক প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা নিয়েছে বিএনপির হাইকমান্ড। শান্তিপূর্ণ কর্মসূচিতে আরও বেশ কয়েকটি দলকে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত করতে কাজ করছে বিএনপি। দ্রুত সময়ের মধ্যে এসব দলকে সরকারবিরোধী আন্দোলনে রাজপথে টানতে পারবেন বলে মনে করছেন যুগপৎ আন্দোলনের জন্য গঠিত লিয়াজোঁ কমিটির নেতারা।

বিএনপির আন্দোলন নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,বিএনপিকে মোকাবিলা করা আমাদের জন্য কোনো কঠিন কাজ নয়। তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক ক্ষেত্রে যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে বিএনপির সাংঘর্ষিক রাজনীতি। তবে তারা কী করতে চায় বা কী করতে পারে সে সম্পর্কে আমাদের ধারণা আছে। সেটিকে মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা দুটিই আছে।

 

এই বিভাগের সব খবর

বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের প্রতি ইতালির সমর্থন পুনর্ব্যক্ত

ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপোদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার কর্মসূচি এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় ইতালি সরকারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত...

কারাগারে বন্দীদের মানবিক জীবন নিশ্চিত করতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কারাগারে থাকা বন্দীদের মানবিক জীবন নিশ্চিত করতে হবে। আজ বুধবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কনফারেন্স রুমে ব্যক্তিগত...

তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, চট্টগ্রামে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টিসহ নানাবিধ অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার চট্টগ্রাম। বুধবার (১৯ ফেব্রুয়ারি)...

সর্বশেষ

বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের প্রতি ইতালির সমর্থন পুনর্ব্যক্ত

ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার মারিয়া...

কারাগারে বন্দীদের মানবিক জীবন নিশ্চিত করতে হবে: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, চট্টগ্রামে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট...

নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া

নাইকো দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়াসহ ৮ জনকে খালাস...

লামায় ‘বনাঞ্চলের প্রতিবেশ পুনরুদ্ধার কর্মসূচি সম্প্রসারণ’ প্রকল্পের অবহিতকরণ সভা

পার্বত্য চট্টগ্রামে ‘বনাঞ্চলের প্রতিবেশ পুনরুদ্ধার কর্মসূচি সম্প্রসারণ’ প্রকল্পের কার্যক্রম...

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত ফটিকছড়ির আরো এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আহত ফটিকছড়ির আরো এক যুবকের...