গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। রেজি নং – ১৬৯

বরিশালে দুই ট্রলারের চাপায় যুবকের মৃত্যু : পরিবার ও বিএনপির ভিন্ন বক্তব্য

বরগুনার বিষখালী নদীতে দুইটি ট্রলারের মাঝে চাপা পরে ছগির খান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তবে এ মৃত্যুর ঘটনা নিয়ে নিহতের পরিবার ও বিএনপি’র পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য দেয়া হচ্ছে।

পরিবারের দাবি, ছগির খান মাছ শিকার করে ফেরার পথে এই দুর্ঘটনায় মারা গেছেন।
আর স্থানীয় বিএনপি নেতারা বলছেন, বরিশালের মহাসমাবেশে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটেছে।

শুক্রবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় বরগুনা সদর উপজেলার বিষখালী নদীর অংশে ঘটে এ দুর্ঘটনা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ছগির বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পশ্চিম গর্জনবুনিয়া গ্রামের ইদ্রিস খানের ছেলে। তিনি স্থানীয় মোকসেদপুর বাজারে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন এবং বিএনপির একজন কর্মী ছিলেন বলে জানা গেছে।

ছগিরের স্ত্রী ফেরদৌসি বেগম বলেন, ছগির ইলিশ মাছ ধরা দেখতে শুক্রবার বিকেলে বিষখালী নদীতে জেলেদের ট্রলারে করে যান। যাত্রা পথে দুইটি মাছ ধরা ট্রলারের মধ্যে প্রতিযোগীতা শুরু হয়। এ সময় দুই ট্রলারে ধাক্কা লেগে ছগির ট্রলার দুটির মাঝখানে চাপে পড়েন এবং এক পর্যায়ে বিষখালী নদীতে পড়ে যান। তখন জেলেরা তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

বিএনপির গণসমাবেশের সমন্বয়কারী ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন জানান, বরগুনা থেকে ট্রলারে করে নেতাকর্মীরা সমাবেশে আসছিলেন। বিষখালী নদী অতিক্রমকালে একটি ট্রলারের সঙ্গে আরেকটি ট্রলারের ধাক্কা লাগে। এ সময় ছগির খান ট্রলার থেকে ছিটকে পড়ে দুই ট্রলারের মাঝখানে চাপা পড়েন। এরপর তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

বরগুনা সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসক ডা. শামছুদ্দোহা বলেন, রাত সাড়ে ৮টার দিকে ছগিরকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। ছগিরের বুকের বাম পাশে আঘাতের চিহ্ন দেখা গেছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, বিএনপির কর্মসূচীতে অংশ নেওয়ার জন্য ছগির ট্রলারে করে নেতাকর্মীদের সঙ্গে বরিশাল যাচ্ছিলেন। তখন দুটি ট্রলারের মাঝে চাপা পড়ি তিনি গুরুতর আহন হন। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে নদীতে পড়ে যান। তখন সঙ্গে থাকা দলীয় কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের পর ছগিরের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবার চাইলে আইনের আশ্রয় নিতে পারবেন।

ইউডি

এই বিভাগের সব খবর

অঞ্জলি লহ মোর হে প্রিয় কবিগুরু

২৫ শে বৈশাখ বাঙালি জাতির কাছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কৃতিক উৎসবের দিন। প্রতিবছর এদিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও বাঙালি...

বিশ্বমানের পরিকল্পিত নগরী গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য : সিডিএ’র চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেছেন, চট্টগ্রামকে বাসোপযোগী এবং বিশ্বমানের পরিকল্পিত নগরী গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। এক্ষেত্রে সবচেয়ে বেশি...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও বৈশ্বিক অভিবাসন চ্যালেঞ্জ মোকাবেলায় আইওএম’র কার্যকর ভূমিকা আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বিশ্ব অভিবাসন প্রতিবেদন ২০২৪ প্রকাশ করেছে। ২০০০ সাল থেকে দ্বিবার্ষিকভাবে প্রকাশ হয়ে আসা এই আন্তর্জাতিক প্রতিবেদন এবারই প্রথম তাদের সদর...

সর্বশেষ

অঞ্জলি লহ মোর হে প্রিয় কবিগুরু

২৫ শে বৈশাখ বাঙালি জাতির কাছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ...

বিশ্বমানের পরিকল্পিত নগরী গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য : সিডিএ’র চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ও বৈশ্বিক অভিবাসন চ্যালেঞ্জ মোকাবেলায় আইওএম’র কার্যকর ভূমিকা আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বিশ্ব অভিবাসন প্রতিবেদন ২০২৪ প্রকাশ...

মহামারী মোকাবেলায় প্রস্তুতি ও সাড়াদানে উচ্চ-পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী সহযোগিতা স্থাপন, জনস্বাস্থ্য ব্যবস্থাপনা পদক্ষেপে...

উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলে দেশের...

২ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের

দুই ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত...