চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড পরিচালনা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত এএমএম সাহাবুদ্দিনের ইছালে সওয়াব উদ্দেশ্যে খতম কোরাণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৬ অক্টোবর আন্দরকিল্লা সিরাজদ্দৌল্লা রোডস্থ ব্যাংক কার্যালয়ের সম্মেলন কক্ষে
অনুষ্ঠানে চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড পরিচালনা পরিষদের চেয়ারম্যান সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রাম নির্বাহি প্রকৌশলী এসএম মঈনুল হক, নির্বাহি প্রকৌশলী রাহুল দত্ত, জেলা সমবায় কর্মকর্তা মুরাদ আহমেদ, ব্যাংক পরিচালনা পরিষদের সরকার নিয়োজিত পরিচালক মো. সাজ্জাদ, চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ এরফানুল হক,সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা আশরাফুল আলম চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল পরবর্তী ব্যাংক কার্যালয়ের নতুন ভবন নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ব্যাপারে সিদ্ধান্তকরণে এক সভা অনুষ্ঠিত হয়।
ইউডি