ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কেটে যাওয়ার পর মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দরের কার্যক্রম।
সকাল সাড়ে ১০টার দিকে ‘এমভি হ্যাপি হিরো’ নামে একটি খোলা পণ্য বোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে।
বন্দরের সচিব ওমর ফারুক বলেন, অ্যালার্ট-থ্রি জারির কারণে জেটি ও বহির্নোঙর থেকে শ’খানেক জাহাজ গভীর সমুদ্রে পাঠিয়ে দেয়া হয়েছিল। আবহাওয়া বিভাগ সিগন্যাল নামিয়ে ফেলার পর এখন আবারও জাহাজ প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। বন্দর এখন পুরোপুরি সচল।
জানা যায়, সিত্রাং নিম্নচাপে পরিণত হওয়ার পর মঙ্গলবার সকালে সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদফতর। এরপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জেটিতে জাহাজ ভেড়ানোর এবং কনটেইনার ও খোলা পণ্য ওঠানামার অনুমতি দেয়।
ইউডি