জোয়ারের পানিতে সাগরে ভেসে সীতাকুণ্ড উপকূলে শতাধিক মহিষ আশ্রয় নিয়েছে। মঙ্গবার দুপুর ২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সাইনবোর্ড, ভাটিয়ারির চেয়ারম্যান ঘাটা, বাশঁবাড়িয়ার আকিলপুর ও কুমিরা ইউনিয়নের আকিলপুরসহ সাগর উপকূলের বিভিন্ন স্থানে মহিষগুলো ভেসে আসে।
উপকূলে আশ্রিত শতাধিক মহিষ দেখে জনসাধারণের মনে প্রশ্ন উঠেছে, সাগরে ভেসে এত মহিষ কোথা থেকে এল?
সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, মহিষগুলো যাতে নিরাপদ থাকে সে বিষয়ে স্থানীয় চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। উপযুক্ত প্রমাণ দিয়ে মালিকেরা মহিষগুলো নিয়ে যেতে পারবেন।
সীতাকুণ্ড থানার এসআই মুকিব হাসান বলেন, জোয়ারের পানিতে ভেসে আসা অনেক মহিষ উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় দেওয়া হয়েছে।
বিগত সময়েও অনেকবার জোয়ারের পানিতে ভেসে শত শত মহিষ সীতাকুন্ড উপকূলে এসেছিল। সেগুলোর বেশিরভাগই সন্দ্বীপ থেকে এসেছিল। পরবর্তীতে যাচাই করে সঠিক মালিকদের কাছে মহিষগুলো হস্তান্তর করা হয়েছিল।
ইউডি