চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম এম সাদেক চৌধুরীর সহধর্মিণী লতিফা বানু চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (১৪ জুন) ভোরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতিফা বানু চৌধুরী।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, রাঙ্গুনিয়ায় আওয়ামী রাজনীতিকে এগিয়ে নিতে মরহুম জননেতা এম সাদেক চৌধুরীকে পাশে থেকে সহযোগীতা করেছিলেন লতিফা বানু চৌধুরী। জীবনে কোন লোভ লালসা তাঁর মধ্যে ছিলনা।
এসময় প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তাদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।