ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তামজীদ উদ্দিন নামে এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগ কর্মীরা।
সোমবার (১৩ জুন) দুপুরে চবির ইঞ্জিনিয়ারিং অনুষদের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মারধরের শিকার তামজীদ উদ্দিন চবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
তামজিদ বিভিন্ন সময় সরকার, ছাত্রলীগ ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছে। বিষয়টি নিয়ে তাকে সতর্ক করা হয়। এরপরও সে ফেসবুকে পোস্ট দিতে থাকে। এছাড়া সে ছাত্র অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের অনুসারী। আমরা তাকে প্রক্টর অফিসে সোপর্দ করেছি বলে জানিয়েছেন বগিভিত্তিক উপগ্রুপ বিজয়ের অনুসারী সাহিল কবির।
সহকারী প্রক্টর আহসানুল কবির বলেন, ফেসবুকে বিভিন্ন সময় সরকারবিরোধী স্ট্যাটাস দেওয়ার অভিযোগে কয়েকজন ছাত্রলীগ কর্মী এক শিক্ষার্থীকে আমাদের কাছে নিয়ে আসে। সে সময় আমার একটা মিটিং থাকায় আমি চলে এসেছিলাম। প্রক্টরিয়াল বডি বিষয়টি দেখবে।