চট্টগ্রামের বোয়ালখালীতে বৈধ কাগজপত্র না থাকায় দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সিলগালা করা প্রতিষ্ঠান দুটি হলো- হেলথ পয়েন্ট ও চৌধুরীহাটের মেট্রো ডায়াগনস্টিক সেন্টার।
রবিবার (১২ জুন) জোটপুকুর ও চৌধুরীহাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আকতার।
ম্যাজিস্ট্রেট তাহমিনা আকতার জানান, অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় অভিযান পরিচালনাকালে বৈধ কাগজপত্র না থাকায় এসময় উপজেলার ছনদন্ডী জোটপুকুর পাড় এলাকায় হেলথ পয়েন্ট ও কধুরখীল চৌধুরীহাটের মেট্রো ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। অবৈধভাবে এ ব্যবসা বোয়ালখালীতে আর চলতে দেয়া হবে না বলেও জানান তিনি।