সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার বিশেষ সাংগঠনিক সভা ২৮ মে শনিবার বিকেলে নগরীর জামালখান সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।
সাংগঠনিক বিবিধ বিষয়ে বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.সরফরাজ খান চৌধুরী বাবুল, সহ সভাপতি বৃন্দের মধ্েয বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, অধ্যাপক জাহিদ হোসেন শরীফ,মো.বাদশা মিয়া,গৌরীশংকর চৌধুরী,আলহাজ্ব ফোরকান উদ্দিন আহমেদ,সম্পাদক মন্ডলীর সদস্যদের মধ্যে মোহাম্মদ সেলিম চৌধুরী,এডভোকেট ইফতেখার রাসেল,আবদুল মালেক খান, সাহেদ মুরাদ শাকু,হাজী সেলিম রহমান,এডভোকেট সাইফুন নাহার খুশী, মো.জসীম উদ্দিন,ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া,মনোয়ার জাহান মনি,এডভোকেট জাহাঙ্গীর আলম,মুহাম্মদ নাজিম উদ্দিন, মঈনুল আলম খান,পংকজ রায়,এডভোকেট কামরুল আযম টিপু,শফিকুর রহমান,নবী হোসেন সালাউদ্দিন,এডভোকেট সৈকত দাশগুপ্ত,কামাল উদ্দিন,ফারজানা খান মিলা,কোহিনুর আকতার,মুস্তাফিজুর রহমান বিপ্লব,রাজীব চন্দ,দীপন দাশ,শহিদুল আলম লিটন,মোহাম্মদ আশরাফুল ইসলাম,মোহাম্মদ আজমগীর, এস এম রাফি প্রমুখ। সভায় জাতির বরণ্েয সন্তান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাহিত্যিক -সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ ও আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম আশরাফী।
সভায় আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কমিটির বিশেষ সভায় প্রেরণের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা সর্বসম্মতভাবে গৃহীত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে সংগঠনে মুক্তিযুদ্ধের চেতনায় শানিত নতুন প্রজন্মের সদস্যদের অন্তভূক্ত করা, বর্তমান কমিটির নিষ্ক্রিয় সদস্যদের বাদ দেয়া ও জেলা – মহানগরের কমিটি পূনর্গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় দেশবিরোধী ষড়যন্ত্র ও সকল ধর্মের উগ্রবাদী গোষ্ঠীর যেকোন অপতৎরতার ব্যপারে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।