চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৫০ কোটি ২ লাখ ২৫ হাজার ৭০২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ জুন) পৌরসভার হলরুমে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী এ বাজেট ঘোষণা করেন। যা গত অর্থ বছরের ৩১ কোটি ৬২ লক্ষ ৯ হাজার ৩৯১ টাকার চেয়ে ৬৩ দশমিক ২১ শতাংশ বেশি।
বাজেটে রাজস্ব আয় ১১ কোটি ৭৭ লাখ ৫৬ হাজার ৬৫০, উন্নয়ন ৩৯ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার ৮৬৫, মূলধনে ১৬ লাখ ১৯ হাজার ১৮৫ টাকা ধরা হয়েছে। এছাড়া ব্যয় খাতে রাজস্ব ব্যয় বাজেটে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে ৩৯ কোটি ৫৮ লাখ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতে ৬০ লাখ, শিক্ষা ও সংস্কৃতি খাতে ১৮ লাখ টাকা ধরা হয়েছে। বাজেট আলোচনায় পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে পৌর প্রশাসক ও সভাপতির বক্তব্যে মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, পৌর নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বাজেট বাস্তবায়ন করা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৌনাম বড়ুয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য্য, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভির আহমদ সিদ্দিকি, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসানুল কবির, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, সহকারী প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে পৌরসভার অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।