মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

বাঁচতে চায় শিক্ষার্থী জিহাদ

ফটিকছড়ি প্রতিনিধি

যে সময়টায় ছুটোছুটি আর বিদ্যালয়ে থাকার কথা, সে সময়টিতে সে অলস বিছানায়। তার শরীরে ক্লান্তি এবং দুর্বলতা। ফটিকছড়ির মো. আজিজুল হক জিহাদ (১৭) নামের এক শিক্ষার্থীর কিডনি বিকল হয়ে শুয়ে আছে বিছানায়। অন্য তরুণদের মতো সেও বিদ্যালয়ে যেতে চায়। মা-বাবার আদর পেয়ে বড় হয়ে পৃথিবীতে থাকতে চায়। তাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টায় নিজেদের সবটুকু উজার করে দিয়েছেন মা-বাবা। আমিও আপনাদের সাথে বাঁচতে চাই। পৃথিবীর আলো-বাতাস দেখতে চাই। মানুষের জন্য বড় হয়ে কাজ করতে চাই। আমি একটু নিয়মিত চিকিৎসা ও মেডিসিন পেলেই সম্পুর্ণ সুস্থ হয়ে বাঁচতে পারবো।

এক ভিডিও বার্তায় এভাবেই বেঁচে থাকার আকুতি জানিয়েছে কিশোর মো. আজিজুল হক জিহাদ। নিজের একটি কিডনি বিকল হবার পর আরেকটি কিডনিতে গত ৮ বছর ধরে কোন রকম বেঁচে আছে সে। সেটিও বর্তমানে বিকলের পথে। এটিতে জীবন চলা নিয়েও শঙ্কিত এই কিশোর। ফলে বেঁচে থাকার লড়াইয়ে পাশে চান মানবিক ও বিত্তবান মানুষদের। জিহাদ চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার মাহালিয়াটিলা গ্রামের বাসিন্দা। সে রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বাবা আবুল কাশেম ওমানে শ্রমিকের কাজ করেন আর মা লিলু আকতার একজন গৃহিনী। জিহাদের জীবন জুড়েই যেন প্রতিকূলতা। জীবন যুদ্ধে বারবার হোঁচট খেতে হচ্ছে তাকে। মৃত্যুর দুয়ারে থেকে করছেন পড়ালেখা। স্বপ্ন মানুষের মত মানুষ হয়ে সেবা দেবেন। পরিবারের সহায় হবেন। দূর হবে দুঃখ। কিন্তু দূর্ভাগ্য যেন তার পিছু ছাড়ছে না।

রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান মোহাম্মদ আলী বলেন, ‘জিহাদ খুবই ভালো ও মেধাবী। নিয়তির কি নির্মমতা টগবগে ছেলেটি অর্থের কাছে হার মেনে চরমভাবে চিকিৎসায় ধুকছে। দেশের কোটি মানুষ যদি একটি করে টাকা দিয়েও তার প্রতি সদয় হয় তাহলে বাঁচবে এই মেধাবী। আমরা কি পারিনা তার প্রতি সদয় হতে? ২০১৪ সালে জিহাদের প্রথম কিডনির সমস্যা ধরা পড়ে। ফলশ্রতিতে ২০১৮ সালে ভারতে গিয়ে চিকিৎসা শেষে একটি কিডনি অপসারণ করা হয়। বাকি থাকা সেই কিডনিটির অবস্থাও এখন নাজুক। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মো. মারুফুল ইসলামের তত্বাবধানে রয়েছেন জিহাদ। তার পরামর্শে প্রতি মাসে একটি করে ইনজেকশন প্রয়োজন। যার মূল্য ৪০ হাজার টাকা। দীর্ঘ ১২ বছর চিকিৎসা চালিয়ে দরিদ্র বাবা-মা এখন সবকিছু হারিয়ে পাগলপ্রায়। ব্যয়বহুল এই চিকিৎসা চালাতে তারা অক্ষম। ফলে মানবিক মানুষের দিকে হাত বাড়িয়েছেন তারা। দু:সহ যন্ত্রনায় থাকা পরিবারটি এখন পীড়িত। মানুষের কাছে তাদের চাওয়া- সন্তান আগের মতো খেলবে, মেঠাবে স্বজনদের উৎকন্ঠার সেই ক্ষণ।

বিষয়টি অনেকে স্বাভাবিকভাবে নিলেও মা লিলু আকতার (৪৫) হাল ছাড়ছেন না। তিনি যে জিহাদকে পৃথিবীতে এনেছেন, সেই পৃথিবী থেকে নিজের আগে বিদায় দিতে চান না। একথা ভাবতেই পারছেন না গর্ভধারিনী। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, ‘জীবন যুদ্ধে হার না মানা এক মা আমি। সর্বস্ব দিয়েও সন্তানকে রেখে মরতে চাই। সন্তানের জন্য আমার রিক্ত এই দুই হাত সবার তরেই।’ জিহাদকে সহযোগিতা পাঠাবেন বিকাশ/নগদ; ০১৮২৪২৯৬৪৩৭ (মা)

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরে ফেলে রাখা পণ্য সরাতে কাস্টমসে বিশেষ নিলাম কমিটি

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিষ্পত্তিহীন পণ্য দ্রুত নিলাম, বিলিবন্দেজ বা ধ্বংসের মাধ্যমে সরানোর জন্য একটি ‘নিলাম কমিটি’ গঠন করেছে চট্টগ্রাম কাস্টম...

টেরিবাজারে নারীর গলার চেইন ছিনতাইকারী, গ্রেপ্তার ২ ছিনতাইকারী

চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় অবশেষে গ্রেপ্তার হয়েছে দুই ছিনতাইকারী। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এক নারীকে পথরোধ করে টিপ ছুরির ভয়...

রাঙ্গুনিয়ায় হাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফলহারিয়া গ্রামের পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে অজিত বড়ুয়া (৪৮) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে এ...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ফেলে রাখা পণ্য সরাতে কাস্টমসে বিশেষ নিলাম কমিটি

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিষ্পত্তিহীন পণ্য...

টেরিবাজারে নারীর গলার চেইন ছিনতাইকারী, গ্রেপ্তার ২ ছিনতাইকারী

চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকায় দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় অবশেষে গ্রেপ্তার...

রাঙ্গুনিয়ায় হাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফলহারিয়া গ্রামের পাহাড়ি এলাকায়...

ওজনে কম, পাহাড়তলী বাজারে তিন চাল ব্যবসায়ীকে ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে চালের অড়তগুলোতে তদারকি অভিযান চালিয়ে...

নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশী পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে না: সিইসি

গত তিনটি নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে সেসব পক্ষপাত দুষ্ট...

২১ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সংসদ সদস্য জাফর

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী...