চট্টগ্রাম রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি গত ২৮ জুন (শনিবার) সন্ধ্যায় নগরীর সিএমপি অফিসার্স ক্লাবে ২০২৪-২০২৫ রোটারি বছরের বর্ষ সমাপ্তি সভা সম্পন্ন করে।
ক্লাব প্রেসিডেন্ট জাহেদ ইসলামের পরিচালনায় চট্টগ্রাম গ্রামার স্কুলের সিনিয়র শিক্ষক পলাশ বড়ুয়াকে পিপি এইচ এম ফেরদৌস ইনভোকেশনের মাধ্যমে রোটারি সদস্য করেন। এরপর ক্লাবের পক্ষ থেকে বছরের সার্বিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়—যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিনামূল্যে চিকিৎসা সেবা, মানবিক সহায়তা, শিক্ষাবৃত্তি, মতো নানা জনকল্যাণমূলক উদ্যোগ।
সভায় চার্টার সেক্রেটারি পিপি আবু সুফিয়ান, পিপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু নাঈম,পিপি ইঞ্জিনিয়ার মোঃ রাশেদুল হাসান,পিপি মোহাম্মদ জাকির হোসেন,পিপি ছাইফুল হুদা সিদ্দিকী, সেক্রেটারি মোরশেদ আলম, আইপিপি রোটারিয়ান সাজিদুল হক ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান খন্দকার মোহাম্মদ এমদাদুর রহমান সহ রোটারেক্ট ক্লাব অব চিটাগং লেক সিটি ক্লাবের প্রেসিডেন্ট রমিজ উদ্দিন ,প্রেসিডেন্ট ইলেক্ট মোর্শদা শেহরিন জোছনা ও বাপ্পি শাহনেওয়াজ উপস্থিত ছিলেন।
ক্লাবের বিদায়ী কমিটিকে ধন্যবাদ জানানো হয় এবং নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি ও পরিকল্পনার উপর সংক্ষিপ্ত আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারারসহ সিনিয়র রোটারিয়ানরা।
রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি’র বর্ষ সমাপ্তি সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক